আমার খুব খারাপ লাগে, অকারণ কিছু মানুষ সব সময় অন্যের কুৎসা রটিয়ে বেড়ান। অথচ তারাই আবার যখন সামনে থাকেন শুভাকাক্সিক্ষ সাজেন। তারা এসব না করে যদি নিজেদের প্রতি মনোযোগী হতেন তাতে তাদের উন্নয়ন যেমন হতো, পরিবারকেও ভালো রাখতে পারতেন। আমার নতুন বছরের কাজ নিয়ে বলবো, এই বছর আমার কয়েকটি ভালোমানের চলচ্চিত্র মুক্তি পাবে। শান দিয়ে সেই যাত্রা শুরু হচ্ছে। এরপর মুক্তির জন্য পাইপলাইনে আছে গলুই, জি¦ন ও হূদিতা। প্রতিটি চলচ্চিত্রে আমাকে নানাভাবে দেখতে পাবেন দর্শকরা। এর বাইরে আরো কয়েকটি ভিন্নধর্মী চলচ্চিত্রের শুটিং শুরুর কথা রয়েছে। সমালোচনা ও নতুন বছরের কাজ প্রসঙ্গে চিত্রনায়িকা পূজা চেরি এসব কথা বলেন