বরগুনার পাথরঘাটা উপজেলার চরদুয়ানীতে ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চল সমূহে পূর্বাভাস ভিত্তিক দ্রুত সাড়াদান প্রক্রিয়া শক্তিশালীকরণ প্রকল্পের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার দুপুর ১২টায় চরদুয়ানী বাজারস্থ চরদুয়ানী ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ওই অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়। প্লান বাংলাদেশের কারিগরি সহযোগিতায় স্যাপ বাংলাদেশ এ কার্যক্রম পরিচালনা করবে।
ঘূর্ণিঝড় পূর্বাভাসে দ্রুত সাড়াদান প্রজেক্টের কো-অর্ডিনেটর মো. আবদুস সালামের সভাপতিত্বে অবহিতকরণ সভায় প্রধান অতিথি ছিলেন চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল। বক্তব্য রাখেন, চরদুয়ানী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুনীল কুমার হালদার, ৪ নম্বার ওয়ার্ডের ইউপি সদস্য আলমগীর হোসেন, স্যাপ বাংলাদেশের পাথরঘাটা কার্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড অ্যাডমিন অফিসার মো. শহিদুল ইসলাম প্রমুখ।
অবহিতকরণ সভা ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য, গ্রাম পুলিশ, ইউনিয়ন উদ্যোক্তা, সিপিপি কর্মী, স্থানীয় মসজিদের ইমাম, তরুণ শিক্ষার্থী, গ্রামের সচেতন ব্যক্তিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রকল্পের কো-অর্ডিনেটর মো. আবদুস সালাম বলেন, ঘূর্ণিঝড় প্রবণ উপকূলীয় অঞ্চল সমূহে পূর্বাভাস ভিত্তিক দ্রুত সাড়াদান প্রক্রিয়া শক্তিশালীকরণ প্রকল্পে চরদুয়ানী ইউনিয়নে দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা পরিচালনায় উন্নতির মাধ্যমে ঘূর্ণিঝড় ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠীর সহনশীলতা বৃদ্ধি করবে। এ ছাড়া প্রাকৃতিক বিপর্যয়ে ঝুঁকি চিহ্নিতকরণ ও ব্যবস্থাপনায় প্রাতিষ্ঠানিক এবং জনগোষ্ঠীর সক্ষমতার পূর্বাভাস ভিত্তিক প্রাথমিক কার্যক্রম বৃদ্ধি করে স্থানীয় দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনায় উন্নতি করা হবে। এতে গ্রাম ভিত্তিক দল গঠন করে দুর্যোগ সাড়াদানে কাজ করা হবে।
এ ব্যাপারে চরদুয়ানী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আবদুর রহমান জুয়েল বলেন, চরদুয়ানী ইউনিয়নটি সাগর মোহনার বলেশ্বর নদের তীরে অবস্থিত। বলেশ্বর নদের ভেরীবাঁধ বেষ্টিত চরদুয়ানী ইউনিয়নের ৯টি ওয়ার্ডের মানুষের একমাত্র জীবিকা নদীর ওপর নির্ভরশীল। তারা ১২ মাস নদীতে মাছ ধরে জীবিকা নির্বাহ করেন। তাই এ অঞ্চলের মানুষজন ঘূর্ণিঝড় প্রবণ ঝুঁকির মধ্যে বসবাস করছেন। তাই ঘূর্ণিঝড় থেকে জীবন ও সম্পদ রক্ষার্থে পূর্বাভাস ভিত্তিক দ্রুত সাড়াদান প্রক্রিয়া শক্তিশালীকরণে সরকারও এনজিওদের সমন্বয় গ্রামের মানুষকে সচেতন করতে হবে।
You cannot copy content of this page