কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঈদগাঁও বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা থেকে ইয়াবাসহ দুই মাদক কারবারি আটক হলেও মূল হোতা অধরা থেকে গেছে। র্যাব- ১৫, ককসবাজার আজ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে। রেবের সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গরুর বাজার মিরাজী মার্কেট সামনে অভিযান পরিচালনা করে নয় হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ দুইজনকে আটক করা হয়। আটককৃতরা হচ্ছে ঈদগাঁও ইউনিয়নের চান্দের ঘোনার মুফিজুর রহমান প্রকাশ মৌজুর ছেলে ছৈয়দুল হক (২৩) ও তার সহযোগী মেহের ঘোনার রমজানের ছেলে আশরাফ উদ্দিন জিদান (২২)। স্থানীয়দের মতে এ ঘটনার মূল হোতা ঈদগাঁও ইউনিয়নের সাতঘরিয়া পাড়ার মহম্মদ রিদওয়ান নামের এক যুবক। সে ওই এলাকার নুরুল আমিন প্রকাশ কালুর ছেলে। দীর্ঘদিন সে সেলস রিপ্রেজেন্টেটিভের আড়ালে এ অপকর্মে জড়িত বলে জানা গেছে। এই ঘটনায় আইনি পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় রেব কক্সবাজার সূত্র।
You cannot copy content of this page