এম.জাফরান হারুন,, পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে বিকাশ ব্যবসায়ী মজিবুর রহমান (৫০) এর চোখে মরিচগুঁড়া ছিটিয়ে টাকা ছিনতাই কালে জনতার হাতে গণধোলাইর শিকার হয়েছে ছিনতাইকারী। পরে থানা পুলিশের হাতে আটকপূর্বক সোপর্দ করা হয়েছে।
রোববার (১৩ ফেব্রুয়ারি ) দিবাগত রাত ৯টার দিকে উপজেলার নওমালা ইউপির বটকাজল গ্রামের নয়া মোল্লা বাড়ির সামনে ব্রীজ সংলগ্ন পশ্চিম পাশে এঘটনা ঘটে।
ছিনতাইয়ের কবলে পড়া মজিবুর রহমান উপজেলার সদর ইউপির জৌতা ৭নং ওয়ার্ডের বাসিন্দা মৃত ইছাহাক বিশ্বাসের ছেলে। আর ছিনতাইকারীর নাম আবুবকর কারিকর। সে উপজেলার নওমালা ইউপির বটকাজল ৩নং ওয়ার্ডের বাসিন্দা ছদর কারিকর এর ছেলে।
ছিনতাইয়ের কবলে পড়া মজিবুর রহমান বলেন, আমি নগরের হাট বিকাশ এজেন্ট ও মুদিমনোহারির ব্যবসা করি। প্রতিদিনের ন্যায় রাত ৯টার দিকে একটি রেক্সিনের হাত ব্যাগে করে বিকাশের ৪লক্ষ টাকা নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে মোল্লা বাড়ির ব্রীজ সংলগ্ন স্থানে আসা মাত্র খেড়ের কুড় এর ভীতর থেকে মরিচগুঁড়া আমার চোখ মুখে ছিটিয়ে দিয়ে দুইজন লোক হাতব্যাগটি ছিনিয়ে নেয়। এসময় আমি ডাকচিৎকার দিলে স্থানীয় জনতা এসে একজনকে আটক করে। আরেকজন দৌড়ে পালিয়ে যায়। খবর পেয়ে পুলিশ এসে স্থানীয়দের সহযোগিতায় মোবাইল সহ ৩লক্ষ টাকা ফেরত পাই কিন্তু ১লক্ষ টাকা এখনো ফেরত পাইনি। ইতিপূর্বেও একাধিকবার আমার ব্যবসা প্রতিষ্ঠান চুরি হয়েছিল।
এবিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, আটককৃত ছিনতাইকারী আবুবকর কারিকর থানা হাজতে আছে। মামলা রুজু করে কারাগারে পাঠানো হবে।
You cannot copy content of this page