এম.জাফরান হারুন, পটুয়াখালী :: ‘প্রেমিকের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন’ করা ও সংবাদ প্রকাশের ১৬ ঘণ্টার মাথায় অনশনে থাকা সেই মুক্তা রানীকে মেনে নিয়েছে প্রেমিকের পরিবার। ধর্মীয় নিয়মকানুন মেনে প্রেমিক অসীম কুমারের উপস্থিতিতে মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি ) দিবাগত রাত সাড়ে ৮টায় মুক্তা রানীকে শাঁখা-সিঁদুর পরিয়ে ঘরে তোলা হয়েছে।
এবিষয়ে দুমকি থানার ওসি আবদুস সালাম প্রতিবেদককে বলেন, বিভিন্ন গণমাধ্যমে নিউজ প্রকাশের পর বিষয়টি ভাইরাল হয়েছে। ইতোমধ্যে মুক্তা রানীকে মেনে নিয়েছে ছেলের পরিবার। এবং তাদের বিয়েও হয়েছে।
উল্লেখ্য, পটুয়াখালীর দুমকি উপজেলার মুরাদিয়া ইউনিয়নের অনিল সরকারের ছেলে অসিম কুমার সরকারের সঙ্গে পটুয়াখালী সদর উপজেলার লোহালিয়া ইউনিয়নের কাকড়াবুনিয়া গ্রামের সুভাষ হালদারের তরুণী কন্যা মুক্তা রানীর বছর দুয়েক আগে থেকে প্রেমের সম্পর্ক চলছিল। একপর্যায়ে তা অনৈতিক সম্পর্কে গড়ায়। প্রায় দুই বছর ধরে প্রেমিকা বিয়ের জন্য চাপ সৃষ্টি করলে ধূর্ত অসীম সরকার নানা টালবাহানার পর গা ঢাকা দেন এবং সব যোগাযোগ বন্ধ করে দেন। অবশেষে নিরুপায় হয়ে প্রেমিকা মুক্তা রানী বিয়ের দাবিতে প্রেমিক অসিম সরকারের মুরাদিয়া গ্রামের বাড়িতে এসে বিয়ের দাবিতে অবস্থান নেন।
You cannot copy content of this page