এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালী-২ (বাউফল) আসনের সাংসদ সাবেক চীফ হুইপ আ.স.ম ফিরোজ এমপির বড় ভাই বিশিষ্ট সমাজসেবক এ.এফ.এম ফজলে রাব্বি ফারুক দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮২ বছর। তিনি এক ছেলে, এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রখে গেছেন।
গত শনিবার (২৬ ফেব্রুয়ারি ) সন্ধ্যা ৬:২০ মিনিটের সময় ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বার্ধক্যজনিত রোগ নিয়ে তিনি গত ১৫ ফেব্রুয়ারি ধানমন্ডি আনোয়ার খাঁন মর্ডান হাসপাতালে ভর্তি হন। অবস্থার অবনতি হলে তাকে ইউনাইটেড হাসপাতালের আইসিইউতে নেওয়া হয়। তাঁর মৃত্যুতে উপজেলা আওয়ামীলীগসহ বিশিষ্টজনেরা শোক প্রকাশ করেছেন।
রবিবার (২৭ ফেব্রুয়ারি ) সকাল ৯টার দিকে ঢাকার ধানমন্ডি ৭নং এ তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হয়ে দ্বিতীয় জানাজার নামাজ বিকাল ৫টায় নিজ বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার পূর্ব কালাইয়া হাসান সিদ্দিক মাধ্যমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
জানাজা নামাজ পড়ান পীরে কামেল আলহাজ্ব হযরত সৈয়দ আরিফিন সিদ্দিকী জৌনপুরী পীর সাহেব কেবলা। শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এসময় জেলা আওয়ামী লীগের সভাপতি কাজী আলমগীর, সাধারন সম্পাদক ভিপি আব্দুল মান্নান, সাংগঠনিক সম্পাদক সুলতান মৃধা, জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার, পটুয়াখালী সদর পৌর মেয়র মহিউদ্দিন, বাউফল উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা পরিষদ চেয়ারম্যান আব্দুল মোতালেব হাওলাদার, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান ইন্জিনিয়ার মজিবুর রহমান, ভাইস-চেয়ারম্যান মোশাররফ হোসেন খান, দুমকি উপজেলা প্রশাসন, বাউফল উপজেলা নির্বাহী কর্মকর্তা আল-আমিন, বাউফল থানা, সার্কেল এসপি, বাউফল পৌর মেয়র জিয়াউল হক জুয়েল, বিভিন্ন ইউপির বতর্মান চেয়ারম্যান ও সাবেক চেয়ারম্যান, উপজেলা ছাত্রলীগ, যুবলীগ, সেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী অন্যান্য সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ সহ স্কুল, কলেজ, মাদ্রাসার শিক্ষক ও সাধারন জনগণ উপস্থিত ছিলেন। এবং তাদের পক্ষ থেকে ফুলের তোরা দিয়ে শেষ শ্রদ্ধা জানিয়ে চিরবিদায় দেন।