এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে উদ্দীপন (এনজিও) ‘র উদ্যোগে বিশ্ব নারী দিবস উপলক্ষে আলোচনা সভা, সফল নারী শ্রেষ্ঠ উদ্যাক্তাকে ক্রেস্ট প্রদান ও বর্নাঢ্য রেলী মাধ্যমে দিবসটি পালিত হয়েছে।
মঙ্গলবার (৮ই মার্চ) সকালে উদ্দীপনের আয়োজনে উদ্দীপন নারী সদস্যরাদের ও নারী উদ্যাক্তাদের নিয়ে বাউফল সরকারি ড্রিগী কলেজ সড়কে এক বর্নাঢ্য রেলী শেষে বিকেল ৩টার দিকে উদ্দীপন বাউফল আঞ্চলিক কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় আঞ্চলিক ব্যবস্থাপক বাউফল অঞ্চলের মোহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে ও এমএ সাইদ এরিয়া ম্যানেজার জিইপির সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা ও সফল নারী শ্রেষ্ঠ উদ্যাক্তা মোসা: শাহনাজ বেগমকে উপহার হিসেবে ক্রেষ্ট প্রদান করেন বিশিষ্ট সাংবাদিক ও বাউফল প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আমিরুল ইসলাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে বিশিষ্ট সাংবাদিক শেখ এম জাফরান হারুন উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য রাখেন, মো: শহিদুল ইসলাম, বাউফল-১ শাখার ব্যবস্থাপক, মো: কেএম আলমগীর হোসেন, বাউফল- বাউফল-২ শাখার ব্যবস্থাপক, মো: শহিদুল ইসলাম, বাউফল-২ শাখার ব্যাবস্থাপক, মোসা: আয়শা খাতুন, সাব-এসিসট্যান্ট কমিউনিটি মেডিকেল অফিসার।
অনুষ্ঠানটি পবিত্র কোরআন তেলোয়াতের মাধ্যমে শুরু হয়ে ক্রেষ্ট প্রদানের মাধ্যমে অনুষ্ঠানটি শেষ হয়।
You cannot copy content of this page