• শুক্রবার, ০৭ ফেব্রুয়ারী ২০২৫, ০৩:৪১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
জানুয়ারির তাপমাত্রা বিস্ময়কর রকমের গরম: ইইউ মনিটর,,,, দৈনিক ক্রাইম বাংলা বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবিধান সংশোধনীর প্রস্তাব সংস্কার কমিশনের,,,,,দৈনিক ক্রাইম বাংলা বদলগাছীর কোলা ইউনিয়নে বিএনপি’র সৌহার্দ্য ও সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় যুগান্তরের রজতজয়ন্তী উৎসব পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় প্রথম বিভাগ ব্যাডমিন্টন টুর্নামেন্ট’র উদ্বোধন/দৈনিক ক্রাইম বাংলা।। সংবাদ প্রকাশের একদিন পর প্রশাসনের হস্তক্ষেপে বন্ধ হলো সরকারি জায়গায় পুকুর খনন/দৈনিক ক্রাইম বাংলা।। বদলগাছি উপজেলা ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ক্রিয়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাবি’র জগন্নাথ হলে সরস্বতী পূজামণ্ডপ পরিদর্শনে সরকারের দুই উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা এবার বাংলাদেশে আসছে দূষণ পরিমাপক যন্ত্র, চুক্তি সই,,,,,,দৈনিক ক্রাইম বাংলা বিক্ষোভ আন্দোলন যাই হোক গুলি করে হত্যা বন্ধ করতে হবে,,,,দৈনিক ক্রাইম বাংলা


বাউফলে ত্রি-ভাগে বিভক্তি হয়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন, আ’লীগে উত্তেজনা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ১৭ মার্চ, ২০২২


এম.জাফরান হারুন,  পটুয়াখালী:: পটুয়াখালীর বাউফলে ত্রি-ভাগে বিভক্তি হয়ে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০২ তম জন্মবার্ষিকী পালন করেছে বাউফল উপজেলা ও পৌর আওয়ামী লীগ।

পৌর আওয়ামী লীগের একাংশ বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ এবং উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে জন্মবার্ষিকী পালন করেন।

এসময় প্রধান অতিথি হিসেবে পুষ্পার্ঘ্য অর্পণ করেন এবং আলোচনা সভার প্রধান অতিথির আসন অলংকৃত করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চীফহুইপ এবং জাতীয় সংসদের সাত সাতবার স্থানীয় এমপি আসম ফিরোজ।

এদিকে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও পৌর মেয়র জিয়াউল হক জুয়েলের পক্ষে পৌর আওয়ামী লীগের (একাংশ) এবং উপজেলা ও পৌর ছাত্রলীগ, যুবলীগ (একাংশ), সেচ্ছাসেবকলীগ, শ্রমিকলীগ নেতা-কর্মীরা আনন্দ মিছিল করে উপজেলা চত্তরে বঙ্গবন্ধু স্মৃতি স্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করে এবং কুন্ডপট্টিস্থ (একাংশের) দলীয় কার্যালয়ে কেক কেটে জন্মবার্ষিকী পালন করেন।

অপরদিকে পুলিশী বাঁধা উপেক্ষা করে উপজেলা আওয়ামী লীগের (একাংশ) উদ্যোগে উপজেলা পরিষদ চেয়ারম্যান ও বাউফল উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মোতালেব হাওলাদারের নেতৃত্বে বঙ্গবন্ধুর প্রকৃতিতে ও স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ, আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করেন।

প্রথমত বগা, মদনপুরা ও বাউফল ইউনিয়ন থেকে উপজেলা আওয়ামী লীগের র‌্যালিতে যোগ দিতে আসার সময় থানা মসজিদ সংলগ্ন পুলিশি বাঁধার মুখে পরে আ’লীগের (মোতালেব হাওলাদার গ্রুপের) কয়েকশত নেতা কর্মী। সকাল ৮ টা থেকে ১০ টা পর্যন্ত পুলিশী বাঁধায় আটকে থাকেন তাঁরা। এ ছাড়াও পূর্ব ঘোষিত অনুষ্ঠান সূচি অনুযায়ী সকাল ৮ টায় আনন্দ র‌্যালি ও আওয়ামী লীগ কার্যালয় জনতা ভবনে সকাল ৯ টায় আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠিত হবে। কিন্তু উপজেলা চেয়ারম্যন ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পূর্বের ঘোষণা অনুযায়ী উপজেলা পরিষদের ভিতর থেকে সকাল ৮ টা আনন্দ র‌্যালি নিয়ে উপজেলা গেটে পৌছালে সেখানে পুলিশ তাঁদেরকে বাঁধা দেয় এবং জনতা ভবনে উপজেলা আওয়ামী লীগ ও পৌর আওয়ামী লীগের অনুষ্ঠান শেষ হওয়ার পরে র‌্যালি করার জন্য বলেন। একপর্যায়ে সেখানেই বঙ্গবন্ধুকে নিয়ে স্লোগান দিতে থাকেন তাঁরা। পরবর্তীতে সকাল সাড়ে ১০টায় পুলিশি বাঁধা উপেক্ষা করে আনন্দ র‌্যালি করে “মোতালেব ভাই, মোতালেব ভাই” স্লোগান দিয়ে উপজেলা আওয়ামী লীগের কার্যালয় জনতা ভবনে পৌছালে দলীয় অফিস তালাবদ্ধ দেখতে পান। পরে আনন্দ র‌্যালিটি মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয় মাঠে গিয়ে পথসভা করে এবং কেক কাটেন।

এ পথসভায় উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা বলেন, আসম ফিরোজ এমপি (উপজেলা আ’লীগ সভাপতি) আওয়ামী নেতাদের দলীয় কার্যালয়ে ঢুকতে দিতে হয়তো ভয় পায়। উপজেলা আ’লীগের নেতাকর্মীদের দল থেকে দূরে রাখার জন্য তিঁনি পৌর আওয়ামী লীগের অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। উপজেলা আওয়ামী লীগের কোনো অনুষ্ঠান তিঁনি রাখেন নি। ইতিহাসে হয়তো এই প্রথম দলীয় কার্যালয়ে উপজেলা আ’লীগের অনুষ্ঠানের আগে পৌর আ’লীগের অনুষ্ঠান হয়। বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপজেলা আওয়ামী লীগকে পালন করতে দিবে না বলেই তিঁনি (এমপি) অনুষ্ঠান সূচি পূর্বে ঘোষণা করা হলেও জনতা ভবনে ইচ্ছে করে অতিরিক্ত সময় কাটিয়েছেন।

এ ঘটনাকে নিয়ে কেউ কেউ বলছে দলীয় কার্যালয় কারোর ব্যক্তিগত সম্পত্তি নয়। দলের সকল নেতা-কর্মীর জন্য দলীয় কার্যালয় উন্মুক্ত। এটাকে ব্যক্তিগত ভেবে নেয়াটা অন্যায়।

এ বিষয়ে বাউফল থানার ওসি আল-মামুন বলেন, একই কার্যালয়ে আওয়ামী লীগের দু’পক্ষের কর্মসূচি থাকায় তাকে (মোতালেব হাওলাদার) পরে তার প্রোগ্রামটি করার জন্য অনুরোধ করা হয়েছে। সংঘাত এড়াতে পুলিশী তৎপরতা বৃদ্ধি করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page