• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

ভূমি কর্মকর্তা শান্তার ঘুষ দুর্নীতি চরমে, কথায় কথায় খুন’র হুমকি./দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২১৭ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৭ এপ্রিল, ২০২২

এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: পটুয়াখালীর দুমকি উপজেলার লেবুখালী ইউনিয়ন ভূমি কার্যালয়ের এক উপ-সহকারী ভূমি কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ কেলেঙ্কারি ও নানা অনিয়ম দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ উঠেছে। সম্প্রতি এসব অভিযোগের কারণ জানতে চেয়ে খোদ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও)। ওই কর্মকর্তার ঔদ্ধত্যপূর্ণ আচরণের স্বীকার হয়েছেন।

এ ছাড়াও লক্ষাধিক টাকা ঘুষ গ্রহন করেও কাজ না করার প্রতিবাদ করায় এক সেবা গ্রহীতাকে খুন করার হুমকিরও অভিযোগ পাওয়া গেছে।

নির্ভরযোগ্য একাধিক সূত্রের তথ্যমতে জানা যায়, উপজেলার লেবুখালী ইউনিয়ন ভূমি অফিসের উপ-সহকারী ভূমি কর্মকর্তা (সহকারী তহশিলদার) শিমুল পাইন শান্তার বিরুদ্ধে মোটা অংকের টাকার বিনিময়ে সরকারি খাস জমির দাখিলা প্রদানসহ ঘুষ দুর্নীতির প্রমাণ মিলেছে।

জানা গেছে, মোটা অংকের টাকার বিনিময়ে ২৮৪৩২৩ নম্বর দাখিলার মাধ্যমে দুমকি মৌজার ৪৬২ নম্বর খতিয়ানের রেকর্ডিও মালিক মধুর নাথ ও বিলাস মনি দাসীর ০.২৭ একর পরিত্যক্ত জমির বিপরীতে জসিম উদ্দিন গংদের দাখিলা প্রদান ও এক জেলে পরিবার পারভীন বেগমের কাছ থেকে ১ হাজার ২০ টাকার দাখিলায় ৫ হাজার টাকা নেন শিমুল পাইন শান্তা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আল-ইমরান ভূমি অফিস পরিদর্শনে গিয়ে এর কারণ জানতে চাইলে তিনি (শিমুল পাইন শান্তা) কোনো সদুত্তর না দিয়ে বরং ঔদ্ধত্যপূর্ণ আচরণ করেছেন! এছাড়াও বিভিন্ন ঘটনায় ওই কর্মকর্তার বিরুদ্ধে বেশ কয়েকটি শোকজও রয়েছে।

দুমকির উপজেলা নির্বাহী অফিসার মো. আল-ইমরান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আমি সঙ্গে সঙ্গেই জেলা প্রশাসককে অবহিত করেছি।

শ্রীরামপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা খলিলুর রহমান মৃধার স্ত্রী পারভীন বেগম নামের একজন বলেন, আমার এক হাজার ২০ টাকার দাখিলায় ৭ হাজার টাকা দাবি করেন শিমুল পাইন শান্তা। পরিশেষে ধারদেনা করে ৫ হাজার টাকা দিয়ে দাখিলা কাটানো লাগছে। এ বিষয়ে আমি উপজেলা নির্বাহী অফিসারের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছি।

লক্ষাধিক টাকা ঘুষ দিয়েও কাজ না করে দেওয়ায় মাসুম মৃধা নামের এক ভুক্তভোগী জানান, ইতোমধ্যে আমার কাছ থেকে প্রায় ২ লাখ টাকা নিয়েছেন সহকারী তহশিলদার শিমুল পাইন শান্তা। টাকা নিয়ে আমার কেসটি খারিজ করে দিয়েছেন- এখন আমি পথে পথে ঘুরছি।

অভিযোগ অস্বীকার করে সহকারী তহশিলদার শিমুল পাইন শান্তা বলেন, পারভীন বেগমের দাখিলায় এক হাজার বিশ টাকাই নেওয়া হয়েছে বাড়তি কোনো অর্থ নেওয়া হয়নি।

দুই লাখ টাকার বিষয়ে জানতে চাইলে বলেন, একদম মিথ্যা অভিযোগ এটা। তিনি যদি টাকা দেওয়ার কোনো প্রমাণ না দিতে পারেন তাহলে তাকে আমি একেবারেই খুন করে ফেলব!

ইউনিয়ন তহশিলদার মো. সেলিম হোসেন বলেন, ভুলত্রুটি নিয়েই মানুষ। তবে তিনি কারো কাছ থেকে কোনো টাকা-পয়সা নিয়েছেন কি-না আমার জানা নেই।

এ বিষয়ে পটুয়াখালী জেলা প্রশাসক মো. কামাল হোসেন বলেন, অভিযোগের বিষয়টি মাত্রই শুনলাম, তবে লিখিত কোনো অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ