এম.জাফরান হারুন, , পটুয়াখালী:: ” গরব সমাজ গরব দেশ, সেচ্ছাসেবির বাংলাদেশ ” এর ব্যানার স্লোগানে বাউফল মানব কল্যাণ সংস্থার উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৮ই এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলার সূর্যমনি ইউনিয়নের ইন্দ্রকুল বাজারে ৪০ জন অসহায়, গরিব, দুস্থ রোজাদার পরিবারের মাঝে এবং কনকদিয়া ইউনিয়নের হোগলা গনি মীরা বাড়ি জামে মসজিদ মাঠে ৬০ জন পরিবারের মাঝে এ ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
প্রতি প্যাকেটে ১কেজি মুড়ি, ১কেজি চিড়া, ১কেজি চিনি, ১কেজি ছোলাবুট, ১কেজি খেজুরের উপকরণ ছিল।
বাউফল মানব কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক সৈয়দ দীন ইসলাম তুহিন, সাংবাদিক শেখ এম জাফরান হারুন, সাইদুর রহমান, বাউফল পৌর আওয়ামী লীগের সদস্য ব্যবসায়ী ফিরোজ আলম, অত্র সংস্থার সহ-সভপতি এডভোকেট নুপুর আক্তার, অর্থ বিষয়ক সম্পাদক ফেরদৌসী আক্তার, কার্যকরী সদস্য মোহাম্মদ বাশার গাজী, সদস্য ডাক্তার মোহাম্মদ সজীব ও সূর্যমনি ইউপির ৪নং ওয়ার্ডের বতর্মান মেম্বার বাচ্চু আকন উপস্থিত থেকে ইফতার সামগ্রী বিতরণ করেন।
এসময় বাউফল মানব কল্যাণ সংস্থার সভাপতি মোহাম্মদ মনিরুল ইসলাম আমেরিকা থাকার কারনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সবাইকে রমজানের শুভেচ্ছা জানান।
You cannot copy content of this page