মাসুদ ভালো হয়ে যাও’ সোশ্যাল মিডিয়ায় বহুলভাবে ছড়িয়ে পড়া এ সংলাপ এবার নাটকে উঠে এলো। রাজধানীর মিরপুরের বিআরটিএতে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের সেখানের মাসুদুর রহমান নামের এক কর্মকর্তাকে বলেছিলেন, ‘মাসুদ ভালো হয়ে যাও। ‘সাশ্যাল মিডিয়া ছাড়িয়ে সংলাপটি এবার নাটকে জায়গা করে নিল। আসছে ঈদে আরেক মাসুদকে ভালো হয়ে যেতে বলা হচ্ছে। মিশু সাব্বির এনটিভির ঈদ আয়োজনে ‘মাসুদ ভালো হয়ে যাও’ শিরোনামের একটি বিশেষ নাটকে অভিনয় করছেন। প্রীতি দত্তের রচনা ও পরিচালনায় এই নাটকে আরো অভিনয় করেছেন। নাটকের গল্পে দেখা যাবে, মাসুদ এলাকার পরিচিত মুখ। ঘাউরামির জন্য বেশ খ্যাতি; একটা গ্যাংও আছে তার। নেশায় সে বাইকার। তারপর মাসুদ প্রেমে পড়ে; সেই প্রেমিকা নাদিয়া আফরিন মিম। তাকে পেতে মাসুদ আরও ঘাউরামি শুরু করে; সেসব গল্প জানা যাবে নাটকে। পরিচালক প্রীতি দত্তের বলছেন, ‘কমেডি গল্প হলেও দর্শক একটা সামাজিক বার্তা পাবেন এখানে। আশা করছি, দর্শক এই মাসুদে হতাশ হবেন না।’ কিন্তু এই মাসুদ শেষ পর্যন্ত প্রেমিকাকে পেয়ে ভালো হয়েছিল কি না
You cannot copy content of this page