• সোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ০৩:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
সিদ্ধান্ত নেওয়ার আগেই থেমে গেল লামিয়ার জীবন’- মায়ের আহাজারি/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে রাস্তা ও এপ্রোচ সড়ক নিজস্ব অর্থায়নে মেরামতের উদ্বোধন করলেন বিএনপি নেতা আবদুল হালিম/দৈনিক ক্রাইম বাংলা।। ফিলিস্তিনে মুসলামদের গণহত্যা প্রতিবাদে বোরহানউদ্দিনে হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যান ফ্রন্ট উদ্যাগে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। ভান্ডারিয়ার বিএনপি থেকে বহিষ্কৃত মাসুমের খুটির জোর কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। পোপের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে প্রধান উপদেষ্টা দোহা থেকে সরাসরি রোমে যাবেন,,,,,,দৈনিক ক্রাইম বাংলা ২৭২২ ফুট উচ্চতা থেকে লাফ দিলেন ফ্লোরেন্স পিউ!,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাশ্মীরে জঙ্গি হামলা: সন্দেহভাজনদের স্কেচ প্রকাশ, আতঙ্কে কাশ্মীর,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা আরাকান আর্মির ভিডিও যে হারে এসেছে সেটি সঠিক নয়: স্বরাষ্ট্র উপদেষ্টা,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কুয়েটে ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার, খুলল ৭টি হল,,,,,দৈনিক ক্রাইম বাংলা মার্কিন সহায়তা হ্রাসে জটিল হচ্ছে রোহিঙ্গা সংকট: প্রধান উপদেষ্টা,,,,,দৈনিক ক্রাইম বাংলা


 পাওনা টাকা চাওয়ায়,  টাকা ও মোটরসাইকেল ছিনতাইয়ের মিথ্যা অভিযোগ /দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ১৮৪ পঠিত
আপডেট: শনিবার, ১৬ এপ্রিল, ২০২২


সাহিদ বাদশা বাবু ,   ::লালমনিরহাট সদর থানা পুলিশের ভাবমূর্তি নষ্ট করতে একটি চক্র দীর্ঘ দিন থেকে উৎপেতে থেকে তারা দিন-দুপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের একটি অভিযোগ দিয়ে যোগাযোগ মাধ্যমে সদর থানার আইন শৃঙ্খলার অবনতি হয়েছে মর্মে সংবাদ প্রচার করতে থাকে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় মোটরসাইকেলটি উদ্ধার করেছে সদর থানা পুলিশ। মোটরসাইকেল উদ্ধারের পর অভিযোগকারী রায়হান স্বীকার করে চাঞ্চল্যকর ছিনতাইয়ের ঘটনাটি নাটক ছিল।

উল্লেখ্য, গতকাল মঙ্গলবার দুপুরে জেলার বড়বাড়ি বাজার হতে একই ইউনিয়নের মাঝাপাড়া গ্রামের আব্দুর রাজ্জাকের পুত্র আবু রায়হানের (৩০) ব্যবহ্নত মোটর সাইকেলটি দিনে দুপুর ছিনতাই হয়। এমন অভিযোগে লালমনিরহাট সদর থানায় একটি অভিযোগ হয়। পুলিশ তাৎক্ষণিক মোটরসাইকেলটি উদ্ধার ও ছিনতাইকারি গ্রেফতারে অভিযানে নামে।

বুধবার রাত ৮ টায় জেলার বড়বাড়ি ইউনিয়নের আইর খামার এলাকার মজিবর রহমানের পুত্র মিলন মিয়ার (২৯) কাছ থেকে মোটরসাইকেলটি উদ্ধার করে পুলিশ।

মিলন মিয়া বড়বাড়ি বাজারের একজন প্রতিষ্ঠিত রেডি টি’র ডিলার। মোটরসাইকেল ছিনতায়ের অভিযোগে দায়ের করা অভিযোগের বাদি আবু রায়হান তার ব্যবসা প্রতিষ্ঠানের একজন পুরাতন কর্মচারী। এক বছর আগে দেনা-পাওনা পরিশোধ না করে রেডিটি’র ডিলারের কর্মচারীর চাকুরি ছেড়ে দেয়। মঙ্গলবার পাওনা টাকা পরিশোধ করতে না পাওয়ায় রেডি টি’র ডিলার মিলন মোটরসাইকেলটি আটকে পাওনা প্রায় ৭০ হাজার টাকার জন্য মোটরসাইকেলটি জিম্মায় রাখে।

মিথ্যা অভিযোগ কারী আবু রায়হানের সাথে একাধিক বার চেষ্টা করা হলেও ব্যার্থ হয় এই প্রতিবেদক।

রেডি টি’র ডিলার মিলন মিয়া বলেন, আমার প্রতিদ্বন্দ্বী ব্যবসায়ীরা আমাকে ফাঁসাতে আমার পুরাতন কর্মচারী রায়হানের সাথে যোগসাজশ করে এগুলো মিথ্যা বানোয়াট অভিযোগ দিয়েছে।

লালমনিরহাট সদর থানার অফিসার ইনচার্জ ওসি শাহ্ আলম জানান, পাওনাদারকে ফাঁসাতে দিনে দুপুরে মোটরসাইকেল ছিনতাইয়ের ঘটনাটি সম্পুর্ন মিথ্যে। থানায় অভিযোগ হওয়ার পর মোটরসাইকেল উদ্ধার করতে গিয়ে চাঞ্চল্যকর তথ্যটি পুলিশের সামনে আসে। সেখানে ছিনতাইয়ের কোন ঘটনা ঘটেনি। পরে মিলন মিয়া তার পাওনা দুই লক্ষ একত্রিশ হাজার আট শত টাকা উদ্ধার এর জন্য থানা পুলিশের সহযোগিতা চেয়ে একটি অভিযোগ করেন আবু রায়হানের নামে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ