মাহতাব উদ্দিন আল মাহমুদ,,জেলা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের ঘোড়াঘাটে খাবারের দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী ্অভিযান চালিয়ে ২০ হাজার টাকা জরিমানা আদায় করেছে ।
১৬ এপ্রিল শনিবার বিকেলে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজারে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মমতাজ বেগমের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়
খাবারের দোকানে অস্বাস্থ্যকর পরিবেশে ও নোংরা খাদ্য সামগ্রী তৈরী ও মজুদ,মোদি দোকান, গার্মেন্টস সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে এ পরিমাণ জরিমানা আদায় করা হয়।
খাবারের দোকান, মোদি দোকানসহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে পচাঁ বাসি খাবার সামগ্রী ফ্রিজে পচাঁ দই সংরক্ষণ , মেয়াদ উত্তীর্ণ, খাদ্য রাখার দায়ে ও গার্মেন্টস দোকানে অতিরিক্ত মুল্যে পন্য বিক্রি সহ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠানে ২০ হাজার টাকা জরিমানা করা হয় । মেয়াদ উত্তীর্ণ, অনিরাপদ ও নকল খাদ্য সামগ্রী ধ্বংস করা হয়েছে। এ সময় উপজেলা স্যানিটারী ইন্সপেক্টর ইসরাইল হোসাইন ও র্যাব সদস্যরা উপস্থিত ছিলেন।