• সোমবার, ২৪ মার্চ ২০২৫, ০৬:৫০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আমতলীতে জামাতে ইসলামী আমতলী উপজেলার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে হালিমা সাইজুদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। নওগাঁয় ড্যাবের উদ্যোগে বিএনপি চেয়ারপার্সনের দ্রুত আরোগ্য কামনায় দোয়া ও ইফতার মাহফিলের অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ই,এম, এস ইন্টারন্যাশনাল, এর পক্ষ থেকে দেশবাসীকে জানাই ঈদুল ফিতরের শুভেচ্ছা, ঈদ মোবারক বিজিবি সদস্য দলিলউদ্দিন দুলালের প্রতারণার শেষ কোথায়/দৈনিক ক্রাইম বাংলা।। সভাপতি এম জাফরান হারুন ও সম্পাদক শফিকুল কে নির্বাচিত করে “বাউফল সাংবাদিক ক্লাব” এর কমিটি ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। স্থানীয় নির্বাচন আগে মানে স্বৈরাচারের সমর্থকদের সুযোগ করে দেয়া: তারেক,,,,,,দৈনিক ক্রাইম বাংলা কাপাসিয়ায় অবৈধ ভাবে মাটি কাটার অপরাধে ৩ জনের জেল,,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচন কখন হবে, তার নিশ্চয়তা দিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ,,,,দৈনিক ক্রাইম বাংলা


ঘোড়াঘাটে বিপুল পরিমাণ চোরাই মালামালসহ আন্তঃজেলা দুই চোর সিন্ডিকেট সদস্যকে পুলিশে সোপর্দ/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৪৬ পঠিত
আপডেট: সোমবার, ২৩ মে, ২০২২


মাহতাব উদ্দিন আল মাহমুদ,দিনাজপুরের ঘোড়াঘাটে বিপুল পরিমাণ চোরাই মালামাল সহ আন্তঃজেলা চোর সিন্ডিকেটের ২ সদস্যকে আটক করে পুলিশে করেছে স্থানীয় জনতা ।

রবিবার বিকালে স্থানীয় জনতা তাদের আটক করে পুলিশের হাতে সোপার্দ করে।আটককৃত চোররা হল,উপজেলার কশিগাড়ি সোনারপাড়ার মোঃ দিলজার মÐলের ছেলে মোঃ তারাজুল ইসলাম (২৫) ও রামেশ্বর পুর- দক্ষিণ পাড়ার নুরুজ্জামান সরকারের ছেলে মোঃ ওয়াসিম সরকার (২৪)।
পুলিশ ও স্থানীয় স‚ত্রে জানা যায়,গত শনিবার ভোরে জনৈক আইনুল হকের বাড়ির উঠান থেকে ধান মাড়াই এর মেশিনে থাকা বার ভোল্টের ব্যাটারি হারিয়ে যায়।
বিষয়টি জানা জানি হয়ে গেলে পরিবারের অন্যান্য লোকজন ও স্থানীয়রা খোঁজাখুঁজি সহ আশ-পাশের ভাংড়ি ব্যবসায়ীদের অবহিত করেন।পরদিন রবিবার দুপুরে রাণীগঞ্জ গরু হাটি পাঁচ মাথা মোড়ের এক ভাংড়ি ব্যবসায়ী জানায়,দিলজারের ছেলে তারাজুল একটি ব্যাটারি বিক্রি করতে এসেছিল।
এক পর্যায়ে তারাজুলকে তার সঙ্গীয় ওয়াসিমকে জিজ্ঞাসা করলে, প্রথমে অস্বীকার করলেও পরে স্বীকার করে যে তারা জনে মিলে তার বাড়ি থেকে ব্যাটারি চুরি করেছে এবং তা তারাজুলের বাড়িতে আছে। ইতি মধ্যে রাস্তায় চলতি লোকজনসহ আরও ভুক্তভোগী ভিড় জমায়। থানা পুলিশকে খবর দেয়।পরে তাদের বাড়ি তল্লাশী করে ব্যাটারি ছাড়াও অন্যান্য লোকের চুরি যাওয়া গ্যাস সিলিন্ডার,সাব-মার্সিবল পাম্প,পট ছাড়া রাইচ কুকার,কাটিং প্লাস,লোহার পাত দুটি, স্লাই রেঞ্জ,ডাল রেঞ্জ,রড,হাতুড়ি,লোহার সাবল,গ্যাসের চুলা,কুড়াল,কোদাল,ভ্যান চার্জ দেওয়া চার্জার,৫টি লাইটসহ মিটার,স্ক্রু ড্রাইভার,ভ্যানের বডি ২টি,একটি অটো ভ্যান উদ্ধার করে থানা পুলিশ।
উদ্ধারকৃত চোরাই মালামালের ম‚ল্য আনুমানিক ১ লক্ষধিক টাকা যা তারা দুজনে মিলে বিভিন্ন সময় বিভিন্ন বাড়ি থেকে চুরি করে বলে স্বীকার করে।
এ ঘটনায় সুজন সরকার সহ ভ‚ক্তভোগী আরো বেশ কয়েকজন থানায় উপস্থিত হয়ে রবিবার রাতে চুরির অপরাধে আটক দুজনের নাম উল্লেখ করে একটি মামলা করেছে।
পরে পুলিশ সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান সাজ্জাদ হোসেন ও স্থানীয়দের সহযোগীতায় চোরদের দেওয়া তথ্য অনুযায়ী তাদের নিজ বাড়ি থেকে দুটি ভ্যান, গ্যাসের সিলিন্ডার ও চুলা এবং সাব- মার্সিবল পাম্প সহ বিভিন্ন সময়ে বিভিন্ন বাড়ি থেকে চুরি করে আনা ২২ প্রকারের প্রায় ২ লাখ টাকার মালামাল উদ্ধার করে।

 

ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) আবু হাসান কবির জানান,চুরি যাওয়া বিভিন্ন মালামাল সহ দুই জনকে আটক করা হয়েছে।পরে ভ‚ক্তভোগী এক ব্যক্তি বাদী হয়ে একটি এজাহার দায়ের করেছেন।আসামিদের আজ সোমবার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ


You cannot copy content of this page

You cannot copy content of this page