দিনাজপুরের নবাবগঞ্জে মতিহারা বাজার এলাকায় সোমবার রাত আনুমানিক ৪ টার দিকে এক ট্রাকের ধাক্কায় ট্রাকের সাহায্যকারী (হেলপার) মিতুল হাওলাদারের (২৩) ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে।
নিহত মিতুল হাওলাদার যশোর জেলার বাঘারপাড়া উপজেলার বসুন্দিয়া আলাদিপুর গ্রামের ইব্রাহিম হাওলাদারের ছেলে।
নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফেরদৌস ওয়াহিদ দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে স্থানীয়দের বরাত দিয়ে বলেন, দিনাজপুর-গোবিন্দগঞ্জ আঞ্চলিক মহাসড়কের নবাবগঞ্জে উপজেলার মতিহারা বাজার সংলগ্ন এলাকায় দাঁড়িয়ে থাকা সার বোঝায় একটি ট্রাকের পেছন থেকে গোবিন্দগঞ্জ থেকে দিনাজপুরগামী (যশোর-ট-১১-৪৮৫০) দ্রুতগামী ট্রাকটি ধাক্কা দেয়। এতে ধাক্কা দেওয়া ট্রাকটির সামনের অংশ মুমড়ে মুচড়ে যায়। এ সময় ট্রাকের বাম পার্শ্বে অবস্থানরত ট্রাকের সাহায্যকারী (হেলপার) মিতুল হাওলাদার ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার শিকার দুই ট্রাককেই থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে।
দুর্ঘটনা কবলিত ট্রাক দুটিকে উদ্ধার করা হয়েছে। নিহত ব্যক্তির মরদেহ পুলিশ হেফাজতে। লাশের ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষ থেকে এ বিষয়ে কোন প্রকার অভিযোগ কেউ করেনি।
You cannot copy content of this page