
মোঃজুলহাস মিয়া,বরগুনা প্রতিনিধি :
র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) ও জেলা প্রশাসন, জেলা পুলিশ বরগুনা যৌথ উদ্যোগে আজ দুপুর আনুমানিক ০১.০০ ঘটিকায় বরগুনা সদর এলাকায় অভিযান পরিচালনা করে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে দোকান খোলা রাখার অপরাধে কাপড়ের দোকানদার মোঃ আল আমিন (৩৫), পিতা-সামাদ শেখ, সাং-কলেজ রোড, থানা- সদর, জেলা-বরগুনাকে ৫,০০০/- টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ নিজাম উদ্দীন, সহকারী কমিশনার, জেলা প্রশাসকের কার্যালয়, বরগুনা, বাংলাদেশ দন্ড বিধি আইনের ২৬৯ ধারা মোতাবেক অর্থদন্ড দন্ড প্রদান করেন।