কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় দুই সন্তানের জননী সাবিনা (২৪) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে কলাপাড়া থানা পুলিশ। বৃহস্পতিবার (৮ সেপ্টেম্বর) রাত ১২ টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের বাদুরতলী গ্রামে নিজ বাসা হতে মরদেহটি উদ্ধার করা হয়। এ ঘটনায় মৃত্যের স্বামী মাও. শাহ-আলমকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়েছে। লাশ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হয়েছে।
মৃত্যের পরিবার ও থানা সূত্রে জানা যায়, পারিবারিক কলহের কারনে স্বামী শাহ-আলম ও স্ত্রী সাবিনার সাথে ঝগড়া হয়। পরে স্বামী বাহিরে গেলে ঘরের দোতলায় গিয়ে গলায় ফাঁস দেয় সাবিনা। উদ্ধার করে কলাপাড়া হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন। কলাপাড়া থানা এস.আই মো. গোলাম মাওলা বিষয়টি নিশ্চিত করেছেন।
You cannot copy content of this page