মো.নাহিদূল হক কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় মো.আবু সুফিয়ান (২৩) নামে এক বাস যাত্রী অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে অসুস্থ হয়ে পড়েছে । শুক্রবার সন্ধ্যায় ’রাজীব পরিবহনে’ সে ঢাকা থেকে কলাপাড়ায় আসার পথে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে। রাত দেড় টার দিকে ওই বাসের হেলপার এবং কনটাক্টর তাকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। তবে তার কি খোয়া গেছে তা কেউ বলতে পারেনি। তার বাড়ী চাঁদপুরের কচুয়া গ্রামে। সে ওই গ্রামের মো.সেকেন্দার মিয়ার ছেলে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
You cannot copy content of this page