কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি, পটুয়াখালীর কলাপাড়া উপজেলার আন্ধারমানিক নদী পথে পাচারকালে তিন হাজার নয়শত লিটার চোরাই ডিজেল এবং পাচারকারী দলের তিন সদস্যসহ একটি ট্রলার আটক করেছে কোষ্টগার্ড সদস্যরা। শুক্রবার ভোর রাত ৫ টার দিকে টিয়াখালীর মোল্লাকান্দায় ওই নদীর মোহনা থেকে তাদের আটক করা হয়।
পায়রা বন্দর কোষ্টগার্ড সিকিউরিটি ষ্টেশনের কন্টিনজেন্ট কমান্ডার এম কামাল উদ্দিন জানান,গোপন সংবাদের ভিত্তিতে নদীতে অভিযান চালিয়ে একটি ট্রলারে ২০টি কন্টেইনারে রাখা ৩৯০০লিটার ডিজেল সহ পান্না মিয়া,মিজানুর রহমান ও মেহেদি হাসান নামের তিন জনকে আটক করেন। শুক্রবার দুপুরে আটককৃত তিনজন সহ জব্দ করা ডিজেল ও ট্রলার কলাপাড়া থানায় হস্তান্তর করা
You cannot copy content of this page