এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফলে একটি হোতাখাল থেকে অজ্ঞাত পরিচয়ে এক নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) বিকেল ৪ ঘটিকার দিকে উপজেলার সদর ইউনিয়নের বিলবিলাস বাজার সংলগ্ন হোতাখাল থেকে ওই নবজাতকের লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে উপজেলার বিলবিলাস বাজার সংলগ্ন পল্লী বিদ্যুৎ সাব-স্টেশনের পিছনে কৃষি কাজ করার সময় স্থানীয় কয়েকজন খালে ওই নবজাতকের লাশ ভাসতে দেখে স্থানীয় লোকজনকে খবর দেয়৷ এসময় শামিম নামের একজন সাহসী ও মানবিক ব্যক্তি লাশ উদ্ধার করে পুলিশে খবর দেয়। কিছু সময়ের ভিতরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশটি নিজেদের জিম্মায় নেয়। নবজাতক শিশুটি মেয়ে বলে নিশ্চিত করেছে বাউফল থানা পুলিশ।
বাউফল থানার ওসি মো. আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে নবজাতকের লাশ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ করা হবে।