মো.নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি। পটুয়াখালীর কলাপাড়ায় মহাসড়কে দুর্ঘটনা রোধে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম’র সাথে কলাপাড়া পরিবহন কাউন্টার ইনচার্জদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে কলাপাড়া থানায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এসময় কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জসিম বলেন, মহাসড়কে দুর্ঘটনা রোধে কাউন্টার ইনচার্জদের মূখ্য ভূমিকা পালন করতে হবে। আপনাদের খেয়াল রাখতে হবে পরিবহনের নিয়ন্ত্রণ যেন ড্রাইভারের হাতে থাকে,কোন অবস্থায় যেন হেলপার গাড়ি চালাতে না পারে। পরিবহনের ছাদে যেন মালামাল বহন করা না হয় সে বিষয়ে কাউন্টার ইনচার্জদের খেয়াল রাখতে হবে। তাহলে মহাসড়কে দুর্ঘটনা অনেক রোধ হবে। এসময় সাকুরা পরিবহন, ইউরো কোচ, সেভেন ষ্টার পরিবহন, সৌদিয়া পরিবহন সহ বিভিন্ন পরিবহনের কাউন্টারের ইনচার্জগন উপস্থিত ছিলেন।
You cannot copy content of this page