• রবিবার, ২৭ জুলাই ২০২৫, ০৯:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে ৩৫ জন শিক্ষার্থীকে সম্মাননা প্রদান শেষে শপথ বাক্য পাঠ করালেন ইউএনও/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে তেঁতুলিয়ায় ট্রলার থেকে ছিটকে পড়ে নিখোঁজ সেই ইমরান’র মরদেহ উদ্ধার/দৈনিক ক্রাইম বাংলা।। মাইলস্টোন ট্রাজেডি নিহত মাসুমা চিরনিদ্রায় শায়িত/দৈনিক ক্রাইম বাংলা।। সোনাতলা উপজেলা কল্যাণ সমিতি, ঢাকা’র মাসিক সভা অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। হাফেজ্জী চ্যারিটেবল সোসাইটির মহাপরিচালক মুহাম্মদ রাজ পেলেন ৭১ মিডিয়া আইকনিক অ্যাওয়ার্ড- ২০২৫ সম্মাননা/দৈনিক ক্রাইম বাংলা।। লালমোহনে বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। লালমোহন উপজেলা যুবদলের আয়োজনে শুভেচ্ছা মিছিল অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ‘যেহেতু মাদকের কাছে আইন-বিচার অসহায়, এভাবেই লাঠির আওতায় নিয়ে আসা হোক’- সচেতন মহল/দৈনিক ক্রাইম বাংলা।। লালমোহনে বিএনপির সম্মেলন উপলক্ষ্যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শুভেচ্ছা র‍্যালী/দৈনিক ক্রাইম বাংলা।। বরিশালে ৫ পুলিশ সদস্যকে ফাঁসাতে অপচেষ্টার অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।।


অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করবেন পরিচালক/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ২৩৫ পঠিত
আপডেট: রবিবার, ১৬ অক্টোবর, ২০২২


টলিউডের পরিচালক বাপ্পার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ এনেছেন উঠতি অভিনেত্রী সুকন্যা দত্ত। এই ঘটনায় শুক্রবার থেকেই সরগরম নেটজগৎ। ফেসবুকে পরিচালকের সঙ্গে নিজের মেসেজের কিছু স্ক্রিনশট পোস্ট করে ‘তিক্ত অভিজ্ঞতা’র কথা ভাগ করে নেন সুকন্যা। তবে অভিযুক্ত বাপ্পা এবার পাল্টা সতর্কবার্তা দিলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে। সুকন্যার বিরুদ্ধে যে তিনি আইনি পদক্ষেপ গ্রহণ করবেন, এ কথা আগেই ‘আনন্দবাজার অনলাইন’কে জানিয়েছিলেন পরিচালক। তাঁর বক্তব্য, ইন্ডাস্ট্রিতে তিনিও নতুন কাজ শুরু করেছেন। আর শুরুতেই যদি এমনটা হয়, তাহলে কাজ করা কঠিন। গত শনিবার নিজের বক্তব্য স্পষ্ট করে দিলেন পরিচালক। সঙ্গে পোস্ট করলেন সুকন্যার সঙ্গে তাঁর কথোপকথনের বেশ কিছু স্ক্রিনশটও। আনন্দবাজার অনলাইনকে বাপ্পা বলেন, “আমি ভেবেছিলাম চুপ থাকব। এসব বিষয়ে মন্তব্য করার ইচ্ছে ছিল না। কিন্তু শেষ কয়েক দিন ধরে যা শুরু হয়েছে, তাতে চুপ থাকতে পারলাম না। ‘অল বেঙ্গল মেল ফোরাম’-এ অভিযোগ জানিয়েছি। তাঁরা যথাযথ পদক্ষেপ গ্রহণ করবে। এ ছাড়া স্থানীয় থানায়ও অভিযোগ জানাব। ”প্রসঙ্গত আনন্দবাজার অনলাইনকে সুকন্যা বলেছিলেন, ‘বাপ্পা অনেকবারই আমায় বাইরে দেখা করতে বলেছেন। আমারও অভিনয়ের ইচ্ছে ছিল। সেই জন্য আমি একদিন ওঁর স্টুডিওর বাইরে দেখা করি। স্বল্পদৈর্ঘ্যরে ছবি নিয়ে আলোচনার পর আমায় স্কুটি করে গলির মোড় পর্যন্ত পৌঁছে দেন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ এবং যৌনদৃশ্যে অভিনয়ের মহড়া দেওয়ার দাবি জানান পরিচালক। হয়তো সেটা উনি অনেকের সঙ্গে আলোচনাও করেছিলেন। কারণ বৃহস্পতিবার সে কথা উল্লেখ করে অনেকে নানা ইঙ্গিতে আমার সঙ্গে রসিকতা শুরু করেন। তখনই আমার মনে হলো আমার সঙ্গে যা ঘটেছে তা সবাইকে জানানো উচিত। ‘যদিও সুকন্যার সব অভিযোগই উড়িয়ে দিয়েছেন পরিচালক। বাপ্পার কথায়, ‘আমি আর কোনো কথা বলব না এ প্রসঙ্গে। কথা বলবেন আমার আইনজীবী। ‘ এই মুহূর্তে বাপ্পা ব্যস্ত তাঁর আসন্ন অ্যান্থলজি নিয়ে। এরপর শুরু করবেন ফুটবলার মেহতাব হোসেনের জীবনীচিত্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ