এম জাফরান হারুন, , পটুয়াখালীঃ পটুয়াখালীর বাউফল উপজেলায় মোসাঃ মিম আক্তার (১৭) নামে এক তরুণীর রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে।
সোমবার (৩১ অক্টোবর) সকালের দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নে এ ঘটনা ঘটে। মিম ওই ইউনিয়নের বাসিন্দা আঃ মালেকের মেয়ে। সে কালাইয়া রাব্বানিয়া ফাজিল মাদরাসার আলিম প্রথম বর্ষের শিক্ষার্থী ছিল।
একটি সূত্র থেকে জানা যায়, মিমের পরিবারের সদস্যরা তাঁর ইচ্ছের বিরুদ্ধে বিয়ে ঠিক করায় পরিবারের সদস্যদের উপর অভিমান করে পোকা মাকড়ের হাত থেকে চাল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি বিষাক্ত ট্যাবলেট খেয়ে নেয়। এতে করেই মৃত্যু ঘটে তাঁর।
অবশ্য এমন অভিযোগ অস্বীকার করেন মিমের পরিবারের সদস্যরা। তাদের দাবী, সোমবার সকালে মিম হঠাৎ করে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মিমকে মৃত ঘোষনা করেন।
কর্তব্যরত চিকিৎসক ডাঃ মিরাজুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই মারা যায় মিম। প্রাথমিকভাবে ধারণা করছি বিষক্রিয়ার কারনে তাঁর মৃত্যু ঘটেছে। পোষ্টমর্টেম রিপোর্ট আসলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
এ বিষয়ে বাউফল থানার ওসি আল মামুন বলেন, লাশ উদ্ধার করে পোস্ট মর্টেমের জন্য পাঠানো হয়েছে। পোস্টমর্টেম রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।
You cannot copy content of this page