কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় খাল দখল করে নির্মানকৃত অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে পটুয়াখালী জেলা প্রশাসন। সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত কলাপাড়া-কুয়াকাটা মহাসড়ক সংলগ্ন পাখিমারা বাজারে খালের পাড়ে থাকা ১৮টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এ উচ্ছেদ অভিযান পরিচালনা করেন পটুয়াখালী জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো.ইসমাইল হোসেন। এসময় কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্যসহ থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শংকর চন্দ্র বৈদ্য বলেন,এসব অবৈধ স্থাপনা সরিয়ে নেবার জন্য কয়েকবার নোটিশ প্রদান করা হয়েছিলে। পরে জেলা প্রশাসকের নির্দেশক্রমে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
উল্লেখ্য, স্থানীয় প্রভাবশালীরা কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের পাখিমারা খালের পাড় দখল করে অবৈধ স্থাপনা তুলে ব্যবসা পরিচালনা করে আসছিল।
You cannot copy content of this page