সেলিম মিয়া: রংপুর প্রতিনিধি।।
রংপুর সিটি করপোরেশন (রসিক) নির্বাচনে অংশ নিতে ইচ্ছুক ২৭৭ জন প্রার্থীর মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে।
তবে এদের মধ্যে কোনো মেয়র প্রার্থী নেই। যাচাই-বাছাইয়ে সাধারণ ও সংরক্ষিত কাউন্সিলরদের মধ্যে ৩৬ জনের মনোনয়নপত্র ত্রুটিপূর্ণ বলে চিহ্নিত করেছে নির্বাচন কমিশন।
বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় রংপুর টাউন হল শিল্পকলা একাডেমি হল রুমে দিনব্যাপী মনোয়নপত্র বাছাই কার্যক্রম শেষে রসিক নির্বাচনের দায়িত্বে থাকা রিটার্নিং কর্মকর্তা ও নির্বাচন কমিশনের যুগ্ম সচিব আবদুল বাতেন এ ঘোষণা দেন। মনোনয়নপত্র বাছাই কার্যক্রমে রিটার্নিং কর্মকর্তা ছাড়াও আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন,সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা ফরহাদ হোসেনসহ সংশ্লিষ্ট সহকারী রিটার্নিং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এবার তৃতীয়বারের মতো রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী ৮ ডিসেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ। প্রতীক বরাদ্দ দেওয়া হবে ৯ ডিসেম্বর।
আগামী ২৭ ডিসেম্বর ২২৯টি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোটগ্রহণ করা হবে।