এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।
পটুয়াখালীর মহিপুর থানা আওয়ামীলীগ কার্যালয়ে হামলা চালিয়েছে দুর্বত্তরা। এসময় বঙ্গবন্ধুর ও প্রধানমন্ত্রীর ছবি সহ চেয়ার টেবিল ও বেশ কিছু আসবাবপত্র ভাংচুর করা হয়।
বুধবার (৭ ডিসেম্বর) দিবাগত গভীর রাতে এ হামলার ঘটনা ঘটে।
মহিপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মালেক আকন জানান, গতকাল বুধবার রাত দশটার দিকে আমরা অফিস তালাবদ্ধ রেখে চলে যাই। দুর্বৃত্তরা তালা ভেঙে ভিতরে প্রবেশ করে এ তান্ডব লীলা চালায়। এসময় বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রীর ছবি সহ বেশ কিছু বেনার ফেস্টুন ছিড়ে ফেলে তারা। তবে এঘটনা জামাত বিএনপি করতে পারে বলে তিনি ধারনা করেছেন।
মহিপুর থানার ওসি তদন্ত হাফিজুর রহমান জানান, এ বিষয়ে একটি অভিযোগ পেয়েছি। আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হচ্ছে।