এম জাফরান হারুন, পটুয়াখালীঃ পটুয়াখালীতে গোয়েন্দা শাখা ডিবি পুলিশের হাতে নিষিদ্ধ ফেন্সিডিল সহ ২জন মাদক কারবারি আটক হয়েছে।
ডিবি পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১৮ই ডিসেম্বর) গোপন তথ্যের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশের এসআই (নি) এম নজরুল ইসলাম, সংগীয় অফিসার ও ফোর্স এর সহায়তায় ১) মোঃ ছালাম খা (৪২), পিতা-মৃত ধলু খা, মাতা-আছিয়া বেগম, সাং-উত্তর হাজীখালী, ০৬ নং ওয়ার্ড, ইউপি-মাদারবুনিয়া, এবং সরবারহকারী হিসেবে ২) মোঃ ইউসুফ, পিতা- আঃ রহমান মৃধা, সাং-চালিতাবুনিয়া, এ/পি সাং- হাজীখালী, উভয়- থানা ও জেলা-পটুয়াখালীকে ৪০(চল্লিশ) বোতল ফেন্সিডিলসহ আটক করা হয়।
আটককৃত আসামীদের বিরুদ্ধে পটুয়াখালী থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
You cannot copy content of this page