ক্রাইম বাংলা ডেস্ক।।
ঢাকা থেকে বরিশালগামী ইসলাম পরিবহন ও বরিশাল থেকে স্বরূপকাঠিগামী এসআর পরিবহনের মুখোমুখি সংঘর্ষে একজন চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় ১৫ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়ছে।
শুক্রবার বিকেল সাড়ে তিনটার দিকে ঢাকা ও বরিশাল মহাসড়কের নগরীর কাশিপুর এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত মোঃ কালাম হোসেন এসআর পরিবহনের চালক এবং বরিশাল বাবুগঞ্জ উপজেলার বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করে মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার ওসি (তদন্ত) লোকমান হোসেন বলেন, দূর্ঘটনার পর কিছু সময়ের জন্য মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলে ও পরে যান চলাচল স্বাভাবিক হয়েছে।
You cannot copy content of this page