এম জাফরান হারুন, নিজস্ব প্রতিবেদক, পটুয়াখালী।।
পটুয়াখালীর বাউফল উপজেলায় এ কেমন শত্রুতা, যার বলি হলো শিক্ষিত এক বেকার যুবকের প্রজেক্টের লাউগাছ। ছোট ছোট অসংখ্য লাউ সহ লাউগাছ কেটে ফেলেছে দূর্বৃত্তরা।
ঘটনাটি ঘটেছে বুধবার (৪ জানুয়ারি) উপজেলার সদর ইউনিয়নের পূর্ব বিলবিলাস ও পৌরসভার ১নং ওয়ার্ডের নতুন রাস্তায়।
শিক্ষিত বেকার যুবক মোঃ রফিকুল ইসলাম গাজী আবেগ আপ্লূত হয়ে জানান, ভালো পর্যায় পড়ালেখা করেছি। চাকরির চেষ্টা করে চাকরি না পেয়ে শাক-সবজির চাষাবাদ করে সাবলম্বি হওয়ার চেষ্টায় প্রতিবছরের ন্যায় এবারও আমার এক ভাই জসিম উদ্দিন কে নিয়ে পৌরসভার নতুন রাস্তায় কৃষি অফিসের পরামর্শক্রমে এবং তাদের সহযোগিতায় লাউগাছের বড় এক প্রজেক্ট করি। তাতে বিপুল পরিমাণে ছোট ছোট লাউ ধরেছে। সপ্তাহের মধ্যেই বাজারে ব্যাপক পরিমাণ লাউ বিক্রির উপক্রম হতো।
তিনি আরও জানান, প্রতিদিনের ন্যায় জসিম উদ্দিন ভাইকে নিয়ে ভোর সাড়ে ৬টার দিকে প্রজেক্ট তদারকি ও লাউগাছে পানি দেওয়ার জন্য এসে দেখি কে বা কাহারা আমার ব্যাপক পরিমাণ লাউগাছ গোড়া থেকে কেটে ফেলে গেছে। তাতে রয়েছে ছোট ছোট বিপুল পরিমাণ লাউ। এব্যাপারে কৃষি অফিস ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে জানানো হয়েছে এবং আইনের আশ্রয় নেয়া হবে।
You cannot copy content of this page