
মোঃজুলহাস মিয়া,বরগুনা :র্যাব-৮, সিপিসি-১, (পটুয়াখালী ক্যাম্প) এর একটি বিশেষ আভিযানিক দল কোম্পানীকমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার জনাব মোঃ রইছ উদ্দিন এর নেতৃত্ব আজ ৩১ মে
সকাল ১১ টার সময় পটুয়াখালী জেলার সদর থানাধীন খাসেরহাট বাজার
এলাকায় অভিযান পরিচালনা করে হত্যাচেষ্টা মামলার এজাহার নামীয় অন্যতম পলাতক আসামী মোঃ ইউসুফ হাওলাদার (৫২), পিতা-মোসলেম আলী হাওলাদার, সাং- উত্তর মরিচ বুনিয়া, থানা-সদর,
জেলা-পটুয়াখালীকে গ্রফতার করা হয় । গ্রেফতারকৃত মোঃ ইউসুফ হাওলাদার পটুয়াখালী সদর থানাধীন মরিচ বুনিয়া ইউনিয়ন, ৪নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি। মামলার এজাহার সূত্রে জানা যায় যে, গত ২১/০৪/২০২০ইং তারিখ বেলা আনুমানিক ১১.০০ ঘটিকার সময় পটুয়াখালী
সদর থানাধীন মরিচ বুনিয়া এলাকায় গ্রেফতারকৃত মোঃ ইউসুফ হাওলাদারসহ ১০/১২ জন লোক একই এলাকার ভিকটিম মোঃ হাসান, পিতা-ফোরকান ভূইয়া, মোঃ অলি, পিতা-
মোস্তফা ঘরামী, মিঠু আকন, পিতা-শফিক আকন ও মোঃ নাসির, পিতা- মৃত এরাছিন
হাওলাদারকে বিভিন্ন দেশীয় অস্ত্র ধারা এলোপাতাড়িভাবে কুপিয়ে মারাত্মক ভাবে আহত করে।
এ ঘটনা সংক্রান্তে ভিকটিম পরিবার গত ২৬/০৪/২০২০ইং তারিখ পটুয়াখালী সদর থানায় একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন এবং আসামীদের গ্রেফতারে র্যাবের সহায়তা
কামনা করেন। তদপ্রেক্ষিতে র্যাবের একটি বিশেষ আভিযানিক দল গোপন তথ্যের ভিত্তিতে উক্ত
মামলার অন্যতম আসামী মোঃ ইউসুফ হাওলাদারকে খাসেরহাট বাজার এলাকা হতে গ্রেফতার করে।
উক্ত এহাজারভুক্ত পলাতক আসামীকে পটুয়াখালীর সদর থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানা যায়।