মোঃ নজরুল ইসলাম।। ভোলার লালমোহনে ৭শ মসজিদের ১৪শ জন ইমাম মোয়াজ্জিনের হাতে প্রধানমন্ত্রীর বিশেষ অনুদানের নগদ অর্থ তুলে দিয়েছেন ভোলা-৩ (লালমোহন ও তজমুদ্দিন) আসনের সংসদ সদস্য আলহাজ্ব নুরুন্নবী চৌধুরী শাওন।
বৃহস্পতিবার (০৪ জুন) সকালে লালমোহন ইসলামিয়া কামিল মাদ্রাসার মাঠে জনদুরত্ব বজায় রেখে তাদের হাতে এসব অর্থ তুলে দেন তিনি।
এ সময় এমপি শাওন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্র ক্ষমতায় আসার পর থেকে দেশের আলেম সমাজ অনেক বেশি সম্মানিত হয়েছেন বলে জানান তিনি । দুর্যোগকালীন সময়ে ইমাম-মোয়াজ্জিনদের দুর্দশার কথা ভেবেই তাদের জন্য বিশেষ অনুদানের ব্যবস্থা করেছেন তিনি।
এ সময় করোনা দুর্যোগ মোকাবিলায় সকলকে সতর্কতার পাশাপাশি সরকার কতৃক ঘোষিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান এমপি শাওন।
এই সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, পৌরসভা মেয়র এমদাদুল ইসলাম তুহিনসহ প্রমুখ।
You cannot copy content of this page