
এস এম নাসির মাহমুদ।।
আমতলী উপজেলা পরিষদ ও পৌরসভায় মশা নিধনের তিনটি ফগার মেশিন থাকলেও তার কার্যক্রম নেই বলে অভিযোগ করেন সচেতন নাগরিকরা। এতে পৌর শহরসহ প্রত্যান্ত গ্রামাঞ্চলে এডিস মশা ছড়িয়ে পরছে। দ্রুত ফগার মেশিনের কার্যক্রম শুরু করার দাবী জানিয়েছেন তারা।
জানাগেছে, সারাদেশের ন্যায় আমতলীতে এডিস মশার প্রার্দুভাব দেখা দিয়েছে। এডিস মশা নিধনে উপজেলা পরিষদ ও পৌরসভায় তিনটি ফগার মেশিন রয়েছে। কিন্তু উভয় কর্তৃপক্ষ মশা নিধনে ফগার মেশিনের কার্যক্রম শুরু করছেন না বলে অভিযোগ সচেতন নাগরিকের। এতে এডিস মশা পৌর শহরসহ প্রত্যান্ত গ্রামাঞ্চলে দ্রুত ছড়িয়ে পরছে। এখনই ব্যবস্থা না নিলে মহামারি আকার ধারন করতে পারে বলে ধারনা করছেন সচেতন নাগরিকরা। এদিকে গত ২৪ দিনে (২৪ জুলাই পর্যন্ত) ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে আমতলী স্বাস্থ্য কমপ্লেক্সে ২১ জন রোগী চিকিৎসা নিয়েছেন। দ্রুত এডিস মশা নিধনে কার্যকরী ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন ভুক্তভোগীরা।
ডেঙ্গু জ্বরে আক্রান্ত কাউনিয়া গ্রামের মো,নাশির উদ্দিন বলেন, গত পাঁচদিন ধরে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আছি। হাসপাতাল কর্তৃপক্ষ জ্বর, গ্যাস ও শরীর ব্যাথার ঔষধ দিয়েছেন।
পৌর নাগরিক খাইরুল, বেল্লাল ও সজল বলেন, মশার প্রার্দুভাব দেখা দিলেও উপজেলা প্রশাসন ও পৌর কর্তৃপক্ষ ব্যবস্থা নিচ্ছেন না।