কক্সবাজারের টেকনাফের দমদমিয়া জালিয়ারদ্বীপ এলাকা থেকে ১ লাখ ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি)। তাদের মধ্যে একজন স্হানীয় ও অন্যজন রোহিঙ্গা।রোহিঙ্গা মোহাম্মদ একরাম (২২) হ্নীলা ইউনিয়নের ২৭ নং রোহিঙ্গা ক্যাম্পের বি ব্লক এর বাসিন্দা বলে জানা যায়, অন্যজন দমদমিয়া এলাকার হ্নীলা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের মোহাম্মদ ইউনুস (২০) বুধবার তাদের আটক করা হলেও বিজিবির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করেছেন বৃহস্পতিবার ৩ জুলাই রাতে টেকনাফ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেফট্যানান্ট কর্নেল মো: মহিউদ্দিন আহম্মদ গণমাধ্যম কে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে দমদমিয়া জালিয়ারদ্বিপ এলাকায় টহল দিলে কারবারিরা টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করিলে তাদেরকে ধাওয়া করে আটক করা হয়। এসময় তাদের বহন করা বস্তার ভিতর থেকে উপস্থিতির সম্মুখে ১ লাখ পিছ ইয়াবা উদ্ধার করে জব্দ করা হয় ।
তিনি আরও জানান, আটককৃত মাদক কারবারিদের বিরুদ্ধে মামলা দায়ের করে ইয়াবাসহ টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে ও জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা ।