• সোমবার, ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
মাদ্রাসা অধ্যক্ষের বিরুদ্ধে সরকারি বই বিক্রির অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। কমলনগরে বাপ-বেটাসহ বৃদ্ধ কে আটকে মারধর/দৈনিক ক্রাইম বাংলা।। ভোলায় ইসলামী ঐক্য আন্দোলনের সম্পাদককে কুপিয়ে হত্যা/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় শিক্ষার্থী হত্যা মামলার আসামিদের শাস্তির দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কলাপাড়ায় লামিয়া হত্যা ঘটনায় নিরীহদের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। কুয়াকাটা সড়কে সৌন্দর্য বর্ধনে বৃক্ষ রোপন কর্মসূচি/দৈনিক ক্রাইম বাংলা।। ৩ বছরেও ঘোড়াঘাট হিলি স্থলবন্দর জাতীয় মহাসড়কের কাজ শেষ হয়নি ভোগান্তিতে মানুষ/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই মাদ্রাসার তালা ভাঙ্গার ভিডিও ভাইরাল, সার্বিক বিষয়ে তদন্ত সম্পন্ন, দ্রুত ব্যবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।। লোহালিয়া নদীতে পাওয়া রেজাউল বয়াতির লাশের রহস্য উদঘাটন, খুনি আটক/দৈনিক ক্রাইম বাংলা।। চাটখিলে নামাজরত মুসল্লিকে পিটিয়ে রক্তাক্ত করেছে আওয়ামীলীগ নেতা/দৈনিক ক্রাইম বাংলা।।

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে দুই যুবককে অপহরণ করে মুক্তিপণ দাবি – দৈনিক ক্রাইম বাংলা।।

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন,কক্সবাজার থেকে। / ১৮২ পঠিত
আপডেট: রবিবার, ১৩ আগস্ট, ২০২৩

মোহাম্মদ আমিন উল্লাহ আমিন।।

কক্সবাজার পার্শ্ববর্তী লাগোয়া নাইক্ষংংছড়ি এলাকা থেকে দুই যুবককে অপহরণ করে মুক্তিপন দাবী করিতেছে অপহরনকারী সদস্যরা। মুঠোফোনে ৩ লক্ষ টাকা দাবী করিতেছে বলে জানিয়েছেন তাদের অবিভাকরা। অপহরন দুই যুবক নাইক্ষংছড়ি উপজেলার সদর এলাকার আদর্শ গ্রামের মোহাম্মদ ইসলামের ছেলে মোবারক হোসেন (১৮) আব্দুর রহমানের ছেলে নেজাম উদ্দিন (১৯)।
বিষয়টি নিশ্চিত করেছেন নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) ঠান্টু সাহা।
এ বিষয়ে আব্দুর রহমান বাদী হয়ে নাইক্ষ্যংছড়ি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন,যাহার ডায়েরি নং ৩৮৪। আব্দুর রহমান বলেন, তার নেজাম উদ্দিন ৪ আগষ্ট ১০ টা থেকে নিঁখোজ রয়েছে।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ টান্টু সাহা বলেন, তিনি বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়েছেন। পুলিশ মাঠে উদ্ধারের কাজ চালিয়ে যাচ্ছে।
এদিকে নিজাম উদ্দিনের পিতা আব্দুর রহমান বলেন, তিনি পুত্রকে হারিয়ে দিশেহারা অপহরনকারীর সদস্যরা তার কাছ থেকে ৩ লক্ষ্য টাকা মুক্তিপন দাবী করিতেছে। বিকাশ নাম্বার ও দিয়েছে। মুক্তিপন না দিলে তার ছেলে নিজাম উদ্দিনের বড় ধরনের ক্ষতি করবে বলে হুমকি দিচ্ছে বলেও জানান তিনি।
তিনি আরও জানান, মনোয়ারা বেগম নামে তাদের একজন খালাতো ভাই পরিচয় দিয়ে আসছিল লোকজনের কাছে,খালাত ভাইয়ের নাম মোহাম্মদ হানিফ। নিজাম উদ্দিনের পরিবার তাকে ছাড়িয়ে আনতে অনেক চেষ্টা করে না পারায় পরে থানায় গিয়ে একটি ডায়েরী করেন বলে জানিয়েছেন তিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ