• শনিবার, ১২ জুলাই ২০২৫, ০৬:৩৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
বাউফলে ইয়াবাসহ যুবলীগ নেতা মেম্বার হারুন মৃধা আটক/দৈনিক ক্রাইম বাংলা।। সিরাজদিখানে ছাত্রী ধর্ষণচেষ্টা মামলার আসামী প্রধান শিক্ষক বিদ্যালয়ে জোরপূর্বক অনুপ্রবেশ, স্থানীয়দের ক্ষোভ!/দৈনিক ক্রাইম বাংলা।। পটুয়াখালী জেলায় ৪ স্কুলের সবাই ফেল, জেলায় গড়ে পাসের হার ৫৫.৭২ শতাংশ/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন প্রেসক্লাবের সম্পাদকের পুত্রের সাফল্য/দৈনিক ক্রাইম বাংলা।। জারিরদোনা ও তুলাতুলি খাল খনন নিয়ে জনমনে অসন্তোষ ,জলাবদ্ধতায় বিপন্ন কমলনগরের জনপদ/দৈনিক ক্রাইম বাংলা।। ঢাকার রাস্তায় দেশীয় প্রযুক্তির ট্রাফিক সিগন্যাল বাতি বসানোর উদ্যোগ,,,,,দৈনিক ক্রাইম বাংলা ১৫ আগস্ট থেকে কার্যকর হচ্ছে সিম ব্যবহারের নতুন নিয়ম,,,,,দৈনিক ক্রাইম বাংলা নির্বাচনে পক্ষপাতদুষ্ট বিদেশী পর্যবেক্ষকদের অনুমতি দেয়া হবে না: সিইসি,,,,,দৈনিক ক্রাইম বাংলা যুক্তরাষ্ট্রের সাথে শুল্ক বিষয়ে বৈঠকে ভালো ফলাফল প্রত্যাশা অর্থ উপদেষ্টার,,,,,,,দৈনিক ক্রাইম বাংলা অধ্যাপক ইউনূসের সঙ্গে তুরস্কের প্রতিরক্ষা শিল্প সংস্থার প্রধানের সাক্ষাৎ,,,,,,দৈনিক ক্রাইম বাংলা


গভীর শ্রদ্ধায় আমতলীতে জাতীয় শোক দিবস পালিত/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ১৩২ পঠিত
আপডেট: মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩
bty


এস এম নাসির মাহমুদ।।

গভীর শ্রদ্ধার সাথে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্ট শাহাদৎ বরনকারীদের স্মরনে যথাযথ মর্যাদায় এবং বিভিন্ন কর্মসূচীর মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালিত হয়েছে।১৫ আগস্ট মঙ্গলবার সকাল ৯টায় আমতলী উপজেলা পরিষদ চত্ত্বরে জাতির জনকের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের নেতৃত্বে সরকারী দপ্তরের সকল কর্মকর্তা বৃন্ধ। একেএকে শ্রদ্ধা নিবেদন করেন আমতলী উপজেলা পরিষদ, উপজেলা আওয়ামীলীগের পক্ষে আমতলী উপজেলা সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমানসহ দলীয় নেতৃবৃন্দ, আমতলী পৌরসভা, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, বিভিন্ন সাংবাদিক সংগঠন, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিদ্যুৎ বিভাগ, স্বেচ্ছাসেবী সংগঠন নজরুল স্মৃতি সংসদ-এনএসএস, দাতা সংস্থা এফএইচ। সকাল ১০টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদের হল রুমে আলোচনা সভা, প্রমান্য চিত্র প্রদর্শন, যুব ঋণ বিতরন, রচনা এবং চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এমএ কাদের মিয়া, আমতলী উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র মো. মতিয়ার রহমান, আমতলী -তালতলী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রুহুল আমিন, আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আবদুল্লাহ আবু জাহের, ভাইস চেয়ারম্যান মো. মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন শানু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কুকুয়া ইউপি চেয়ারম্যান বোরহান উদ্দিন আহম্মেদ মাসুম তালুকদার, সাবেক ছাত্র নেতা মো. মিজানুর রহমান,উপজেলা আওয়ামীলীগের যুগ্মসাধারন সম্পাদক জাহিদুল ইসলাম জুয়েল, আহরুজ্জামান আলমাছ খান প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধুর উপর চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরন করা হয় এবং যুব উন্নয় অধিদপ্তরের পক্ষ থেকে ৫জন বেকার যুবদের ২লক্ষ ৯০ হাজার টাকা ঋণ বিতরন করা হয়।
দুপুর ১২টায় হাসপাতাল সড়কে অবস্থিত মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মোনাজাতের আয়োজন করা হয়। আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে এবং সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট একেএম সামসুদ্দিন আহম্মেদ শানুর সঞ্চালনায় বক্তব্য রাখেন বীরমুক্তিযোদ্ধা শাহজাহান কবির, বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলাম মৃধা, বীরমুক্তিযোদ্ধা মনিরুল ইসলাম তালুকদার ও ইউনুছ মৃধা প্রমুখ।
অপর দিকে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক জিএম ওসমানী হাসান ও উপজেলা পরিষদ সাবেক চেয়ারম্যান আলহাজ্ব গোলাম সরোয়ার ফোরকানের নেতৃত্বে বেলা ১১ টায় উপজেলা আওয়ামী লীগ,যুবলীগ ছাএলীগ, স্বেচ্ছাসেবক লীগ,ও কৃষক লীগের নেতা কর্মীদের নিয়ে উপজেলা যুব লীগ কার্যালয় সামনে থেকে শোক শোক র ্যালি বের করে পৌর শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করে দলীয় কার্যালয় এসে আলোচনা সভা, ও দোয়া মোনাজাত অনুষ্ঠানে অংশগ্রহণ করে উপস্থিত নেতা কর্মীদের মাঝে খাবার বিতরণ করেন।
এছাড়া ১৫ আগস্ট মঙ্গলবার দুপুরে আমতলী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি মো. মোতাহার উদ্দিন মৃধার উদ্যোগে খুরিয়ার খেয়াঘাটে অবস্থিত ইউপি কমপ্লেক্স ভবনে এক আলোচনা সভা ও সহস্রাধিক নেতা কর্মীদের নিয়ে গণ ভোজের আয়োজন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ