• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১০:১১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

আমতলীর নাচনাপাড়া পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা/দৈনিক ক্রাইম বাংলা।। 

এস এম নাসির মাহমুদ।। / ১৫৪ পঠিত
আপডেট: বৃহস্পতিবার, ৩১ আগস্ট, ২০২৩
dav

এস এম নাসির মাহমুদ, আমতলী (বরগুনা)।।

আমতলী উপজেলার নাচনাপাড়া গ্রামকে বৃহস্পতিবার সকালে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষাণা করা হয়েছে। ওয়ার্ল্ড ভিশন আমতলী অফিসের কারিগড়ি সহযোগিতায় নজরুল স্মৃতি সংসদ এনএসএস এ কর্মসূচীর আয়োজন করেন।
আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) আবদুল্লাহ-আবু-জাহের এর সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন আমতলী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা এ্যাডভোকেট এম এ কাদের মিয়া। সভায় স্বাগত বক্তব্য রাখেন এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা। বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন আমতলী এড়িয়া প্রোগ্রাম ম্যানেজার সুরভী বিশ্বাস, আমতলীর সিনিয়র সাংবাদিক জাকির হোসেন, আমতলী থানার নারী ও শিশু হেল্প ডেস্কের দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তা এসআই খাদিজা বেগম, মানিকঝুরি দাখিলী মাদরাসার সুপার মাওলানা মো. আবু তাহের, এনএসএস এর প্রোগ্রাম ম্যানেজার মৃদুল সরকার, মনিটরিং স্পেশালিষ্ট মাহবুবুল আলম শাওন, প্রকৌশলী সহায়তাকারী মো. ইব্রাহিম, কমিউনিট ডেভেলপমেন্ট অফিসার খোকন দাস, রাধা রানী, জ্যাকলিন টুম্পা মন্ডল, এনএসএস এর নাচনা পাড়া গ্রাম উন্নয়ন কমিটির সভাপতি মো. শাহ আলম, সম্পাদক মো. শহিদুল ইসলাম, শিক্ষক আব্দুল মালেক, যুব ভলানটিয়ার সভাপতি সবুজ আলম, ইকো ভিলেজ সভাপতি মো. বাশার, শিশু ফোরামের সভাপতি মাঈনুদ্দিন প্রমুখ।
এনএসএস এর নির্বাহী পরিচালক শাহাবুদ্দিন পাননা বলেন, নাচনা পাড়া গ্রামকে বাল্য বিাবাহ মুক্ত ঘোণার পর এবার আমরা ওই গ্রামকে পরিবেশ বান্ধব গ্রাম ঘোষণা করেছি। পরিবেশ বান্ধব গ্রাম গোষণার আগে আমরা এনএসএস এবং ওয়ার্ল্ড ভিশনের পক্ষ থেকে ৩টি গভীর নলকূপ, ১০০০ হাজার গাছের চারা, ২০০ পরিবারকে সবজি বীজ ও ৩০টি পরিবারের মাঝে বন্ধু চুলা বিতরন করা হয়েছে। এছাড়া আমাদের বিভিন্ন প্রশিক্ষন এবং উদ্ধুদ্ধ করনের ফলে সকলেই এখন স্বাস্থ্য সম্মত পায়খান ব্যবহার এবং নিরাপদ খাবার পানি পান করে। এছাড়া আমাদের প্রশিক্ষনের মাধ্যমে কেঁচো সার উৎপাদন, বস্তা এবং বেড পদ্ধতিতে সবজি চাষ করে কৃষকরা সফলতা পাওয়ায় সবাই এখন এই পদ্ধতি অনুসরন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ