
এস এম নাসির মাহমুদ।।
আমতলী উপজেলা প্রশাসন ও পরিষদের উদ্যোগে জাতীয় স্থানীয় সরকার দিবস উপলক্ষে তিনদিন ব্যাপী মেলার আয়োজন করা হয়েছে। রবিবার এ মেলার উপলক্ষে বর্নাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে মেলা উপলক্ষে র্যালী শুরু হয়। উপজেলা শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকতার্ ডাঃ আব্দুল মুনয়েম সাদ, উপজেলা প্রকৌশলী আব্দুল্লাহ আল মামুন । উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জিয়া উদ্দিন মিলনের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার একেএম সামসুদ্দিন শানু, আমতলী বন্দর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোহাম্মদ ইউনুস আলী, ইউপি চেয়ারম্যান মো,মোতাহার উদ্দিন মৃধা, আখরুজ্জামান বাদল খাঁন, রফিকুল ইসলাম রিপন, আসাদুজ্জামান মিন্টু মল্লিক, সাংবাদিক জসিম উদ্দিন সিকদার, মো,জাকির হোসেন, হায়াতুজ্জামান মিরাজ, হোসাইন আলী কাজী, এম সাইদ খোকন,এস এম নাসির মাহমুদ প্যানেল মেয়র মীর হাবিবুর রহমান, কাউন্সিলর জাহিদুল ইসলাম জুয়েল, নারী ইউপি সদস্য মুকুল বেগম ও তামান্না আখতার প্রমুখ।