• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

কলাপাড়া-কুয়াকাটার মহাসড়কের বেহাল অবস্থা/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ নাহিদুল হক, কলাপাড়া(পটুয়াখালী)থেকে / ১৪৩ পঠিত
আপডেট: শনিবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ নাহিদুল হক, কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।।

কলাপাড়া থেকে পর্যটন কেন্দ্র কুয়াকাটা পর্যন্ত যাতায়তের একমাত্র সড়কের এখন বেহাল অবস্থা। এতে ভোগান্তিতে পড়ছে দেশের দূর-দূরান্ত থেকে ঘুরতে আসা পর্যটকসহ স্থানীয়রা। পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পাখিমারা বাজার থেকে আলিপুর থ্রি পয়েন্ট পর্যন্ত ১১ কিলোমিটার সড়ক এখন যানচলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। কোথাও বড় বড় গর্ত আবার অনেক জায়গার পিচ উঠে অসংখ্য খানাখন্দের সৃষ্টি হয়েছে। প্রতিনিয়ত ঘটছে
দুর্ঘটনা। বিভিন্ন পত্র-পত্রিকায় একাধিকবার এ চিত্র ফুটে উঠলে গর্ত ভরাটের কাজ শুরু করেছেন সংশ্লিষ্ট দপ্তর। তবে, যত দ্রুত সম্ভব পিচ ঢালাইয়ের কাজ করে সড়কটিকে চলাচলের উপযোগী করার দাবি জানান পর্যটকসহ স্থানীয়রা।
সরেজমিনে জানা যায়, পর্যটন নগরী সাগরকন্যা কুয়াকাটার এখন বিশ্বব্যাপী ব্যাপক পরিচিত। পদ্মা সেতু চালু হওয়ায় দিন দিন এর গুরুত্ব আরোও বৃদ্ধি পাচ্ছে। একই স্থানে দাড়িয়ে সূর্যদয় ও সূর্যাস্তের মনোরম দৃশ্য দেখতে ছুটে আসেন দেশ-বিদেশের ভ্রমন পিপাসু পর্যটকরা। কিন্তু কুয়াকাটার সঙ্গে যোগাযোগের একমাত্র সড়কটির বেহাল অবস্থার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে
এখানে বেড়াতে আসা পর্যটকদের। বর্তমানে বিভিন্ন স্থানে ভাঙ্গা ও খানাখন্দে ভরা এ সড়কে অত্যান্ত ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। বারবার সংস্কার করা হলেও সড়কটির বেহাল দশার কোনো পরিবর্তন হয়নি। কলাপাড়া থেকে কুয়াকাটার দূরত্ব ২২ কিলোমিটার। এর মধ্যে পাখিমারা বাজার থেকে শেখ রাসেল সেতু পর্যন্ত ১১ কিলোমিটার সড়কে অসংখ্য খানা খন্দের সৃষ্টি হয়েছে।
জানা যায়, এ সড়কের সংস্কার কাজের দায়িত্ব পেয়েছিলো “দি রূপসা ইঞ্জিনিয়ার্স লিমিটেড” নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান। হাইকোর্টের একটি রিটের কারণে এতদিন সংস্কার কাজে নিষেধাজ্ঞা ছিল। সাম্প্রতি হাইকোর্ট
নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়ায় এখন সেই অংশের সংস্কারের কাজ শুরু হয়েছে। তবে, সড়রকের পিচ ঢালাইয়ের সম্পূর্ণ কাজ শুরু হতে আরো কিছু সময়
লাগবে বলে সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়।
এ পথে চলাচলকারী গাড়ির চালক ও পর্যটকরা বলেন, পাখিমারা বাজার থেকে মৎস্য অবতরণ কেন্দ্র আলীপুর থ্রি পয়েন্ট পর্যন্ত সড়কটির অবস্থা একেবারেই নাজেহাল। কলাপাড়া থেকে কুয়াকাটা পর্যন্ত আসতে ১৫-২০ মিনিটের পথ হলেও সড়কটিতে অসংখ্য খানাখন্দ থাকায় এখন প্রায় এক থেকে দেড় ঘন্টা সময় লাগে।
পটুয়াখালী সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী এ এম আতিক উল্লাহ জানান, সড়কটির ১১ কিলোমিটার অংশের সংস্কার কাজে নিষেধাজ্ঞা ছিল। সাম্প্রতি হাইকোর্টের নিষেধাজ্ঞা অপসারিত হওয়ায় সংস্কার কাজ শুরু হয়েছে। তবে, আগামী নভেম্বর মাসের মধ্যে সড়কটির পিচ ঢালাইয়ের কাজও শুরু হবে বলে তিনি
সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ