• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:৪৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

ভোলার লালমোহনে চাল আড়তদার সমিতির সভাপতির উপর দুর্বৃত্তদের হামলা, টাকা ছিনতাই/দৈনিক ক্রাইম বাংলা।। 

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ)।। / ১৫১ পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

মোঃ ছাইফুল ইসলাম-(জিহাদ)।।

ভোলার লালমোহন উপজেলা কৃষক লীগের সভাপতি ও লালমোহন বাজারের বিশিষ্ঠ ব্যবসায়ী মোখলেছ বকসীর উপর দুর্বৃত্তদের হামলা।

মঙ্গলবার (১৯ সেপ্টেম্বর) রাতে মাগরিবের নামাজ পরে বাসা থেকে বের হলে তার বাসার কাছে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তদের হামলায় এ ঘটনা ঘটে।

হামলার শিকার হয়ে গুরুতর আহত উপজেলা কৃষকলীগের সভাপতিকে প্রথমে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে তার অবস্থা গুরুতর হওয়ায় ভোলা সদর হাসপাতালে পাঠানো হয় সেখানের তার অবস্থার অবনতি দেখে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

বুধবার ভোর ৪ টার দিকে আহত মোখলেছ বকসীর জ্ঞান ফিরে তার আত্মীয়-স্বজনদের জানান, নামাজ পরে বাসা থেকে বের হলে বাসার কাছে ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা হামলা করে। এ সময় তাহার সাথে থাকা ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় ওই দুর্বৃত্তরা।

আহত মোখলেছ বকসীর ছেলে রায়হান জানান, আমার বাবা আমাদের আড়ত এর মাল কেনার জন্য মঙ্গলবার সন্ধ্যায় নামাজ পড়ে বাসা থেকে টাকা নিয়ে বের হয়। পরে দুর্বৃত্তরা বাবাকে বাড়িতে ঢোকার রাস্তায় হঠৎ করে পেছন থেকে রড দিয়ে হামলা করে, এ সময় শরীরের বিভিন্ন অংশে পিটানো হয়। পরে সঙ্গে থাকা প্রায় ৩৫ লক্ষ টাকা ছিনিয়ে নেয় বলেও জানান ছেলে রায়হান।

ছেলে রায়হান আরও জানান, বুধবার ভোর ৪ টার সময় বাবা জ্ঞান ফিরলে বাবা আমাদেরকে এই বিষয় গুলো জানিয়েছে। আহত অবস্থায় বাবাকে পেয়ে আমরা মনে করেছি তিনি স্টক করেছেন। কিন্তু পরবর্তীতে তাহার জ্ঞান ফেরার পরে তিনি প্রকৃত ঘটনা আমাদেরকে খুলে বলেন।

বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক রয়েছে। উন্নত চিকিৎসার জন্য বরিশাল থেকে ঢাকায় রেফার করা হয়েছে। আমার বাবা সুস্থ হলে অবশ্য’ই আমরা আইনের আশ্রয় নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ