• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৫:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

লালমোহনে জমি বিরোধের জের ধরে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ/দৈনিক ক্রাইম বাংলা।। 

নিজস্ব সংবাদদাতা।। / ১৫০ পঠিত
আপডেট: রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩

নিজস্ব সংবাদদাতা।। 

ভোলার লালমোহনে জমিজমা বিরোধের জের ধরে দোকানপাট ভাংচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া যায়।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে উপজেলার ধলীগৌর নগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড করিমগঞ্জ এলাকার এ ঘটনা ঘটে।

করিমগঞ্জ বাজারের ব্যবসায়ী মোঃ বাবুল হাওলাদার অভিযোগ করে বলেন, জমিজমা বিরোধীদের জের ধরে পার্শ্ববর্তী বাড়ির আবু কালাম গংদের সঙ্গে দীর্ঘদিন ধরে আমাদের ঝামেলা চলছে। এ বিষয় নিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গদের কয়েকবার বসাবসি হয়। বর্তমানে আমাদের সালিশ দেশের বাহিরে থাকায় এ বিষয়ে কোন ফয়সালা হয়নি।

শনিবার সকালে আবু কালাম গংরা আমার দোকানে এসে আমাকে প্রকাশ্যে হুমকি দেয়, পরে সন্ধার দিকে আমার দোকানে এসে হুমকি দিলে একপর্যায়ে আমাদের কথা কাটাকাটি হলে আমাকে, আমার ছেলে ও ছোট ভাইকে সহ দোকানের স্টাফকে মারধর করে। পরে আমার দোকানে থাকা নগদ অর্থ এবং মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়।

এ বিষয়ে অভিযুক্ত আবু কালাম গংদের কাছে জানতে চাইলে তারা বলেন, আমাদের বিরুদ্ধে বাবুল হাওলাদার যে অভিযোগ করেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। আমার ভাইয়ের কাছ থেকে সে একটি ভুয়া স্ট্যাম্প নিয়ে আমাদের জমি দখল করে আসছে, এ নিয়ে স্থানীয় সালিশের মাধ্যমে কয়েকবার বসাবসি হলেও তারা তা মানছেন না। আমরা তার কাছে ওই স্ট্যাম্প চাইতে গেলে সে উল্টো আমাদেরকে হামলা ও মারধর করে। আমরা গুরুতর ভাবে আহত হয়ে বর্তমানে লালমোহন হাসপাতালে ভর্তি আছি। সুস্থ হয়ে এই বিষয়ে আমরা আইনের সাহায্য নেব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ