
এস এম নাসির মাহমুদ
“সমবায়ে গড়ছি দেশ, স্মার্ট হবে বাংলাদেশ” এ প্রতিপাদ্য নিয়ে আমতলী উপজেলা প্রশাসন ও সমবায় অধিদপ্তরের উদ্যোগে বিভিন্ন কর্মসুচীর মধ্যে দিয়ে ৫২ তম সমবায় দিবস পালন করা হয়েছে। কর্মসুচীর মধ্য ছিল জাতীয় ও সমবায় পতাকা উত্তোলন, র্যালী ও আলোচনা সভা।
সকাল ১০ টায় র্যালীটি উপজেলা পরিষদ প্রাঙ্গণ থেকে র্যালী শুরু হয়। শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে ইউএনও মুহাম্মদ আশরাফুল আলমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাড. এমএ কাদের মিয়া। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মজিবুর রহমান, নারী ভাইস চেয়ারম্যান তামান্না আফরোজ মনি। উপজেলা সমবায় অফিসার জগলুল হায়দারের স ালনায় সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সাধারণ সস্পাদক জিএম ওসমানী হাসান, সহ-সভাপতি ইউপি চেয়ারম্যান মোতাহার উদ্দিন মৃধা ও যুব উন্নয়ন কর্মকতার্ সাইফুর রহমান।