• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ০৪:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
গ্লোবাল সুমুদ ফ্লোটিলা আটকের নিন্দায় বাংলাদেশ,,,,দৈনিক ক্রাইম বাংলা গৃহকর্মে নিয়োজিত শিশুরা : নীতিমালার কাগজে অধিকার, বাস্তবে বন্দী শৈশব,,,,,দৈনিক ক্রাইম বাংলা ভোলার নদী গুলোর মৎস্য অভয়ারণ্যে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা,,,,দৈনিক ক্রাইম বাংলা গাজায় আবারও পাঠানো হচ্ছে ত্রাণবাহী নৌযান: ঘোষণা ফ্লোটিলার,,, দৈনিক ক্রাইম বাংলা আ. লীগের শাসনামলে সাংবিধানিক প্রতিষ্ঠান ধ্বংস করে দেয়া হয়: অ্যাটর্নি জেনারেল,,,,দৈনিক ক্রাইম বাংলা কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।।

চাঁদা দিয়ে অবৈধ বেহুন্দী জাল বাওয়াচ্ছে অর্থলোভী ব্যবসায়ীরা, মাসোয়ারায় সংশ্লিষ্টরা/দৈনিক ক্রাইম বাংলা।। 

এম জাফরান হারুন।। / ১৩৭ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারী, ২০২৪

এম জাফরান হারুন, পটুয়াখালী জেলা প্রতিনিধি।। 

জাতীয় রূপালী সম্পদ অবৈধ জাল দিয়ে ধংস করায় বর্তমানে রাজস্ব হারাচ্ছে বাংলাদেশ সরকার। তার একটাই কারন অবৈধ বিভিন্ন প্রকারের জাল। সরকার বিভিন্ন ভাবে এই রূপালী সম্পদকে বাচাতে বিভিন্ন সময় অবরোধ দিয়ে আসলেও কোন কাজে আসছেনা। কিছু অর্থলোভী ব্যবসায়ী ও প্রশাসনের কারনে। এর থেকে নিস্তার নেই উপকূলীয় দক্ষিণাঞ্চল এলাকার জেলেরা। দাদন নিয়ে জেলেদের মাছ শিকার করতে হয় এবং বিভিন্ন মহলে চাঁদা দিয়ে অবৈধ পথে ও অবৈধ ভাবে এই মাছ শিকার করেন। এর থেকে বাদ পরেনি বাউফল উপজেলার নিম্নাঞ্চলের জেলেরা।

এদিকে তারই ধারাবাহিকতায় গলাচিপা উপজেলার চর বিশ্বাস ইউনিয়নের চরবাংলা এলাকায় শতাধিক জেলে মাসিক চাঁদার বিনিময়ে অবৈধ ভাবে বেহুন্দী জাল দিয়ে মাছ শিকার করে আসলেও এখন তারা আর এই অবৈধ বেহুন্দী জাল দিয়ে মাছ না ধরার সিদ্ধান্ত নিয়েছে এবং মাসিক চাঁদা দিয়ে অবৈধ ভাবে মাছ শিকার করবে না, এবং এর প্রতিকার চেয়ে মানববন্ধন করেছেন। এসময় উপস্থিত থাকেন চরবাংলা এলাকার জেলেরা। আর বক্তব্য রাখেন জেলেদের প্রতিনিধি শাহাবুদ্দিন তালুকদার।

আরও জানা যায়, সংশ্লিষ্ট প্রশাসন কর্তৃক নির্ধারিত মাসিক মাসোয়ারা চলছে অসাধু জেলেরা ও অসাধু দাদন দেওয়া বা মাছ ব্যবসায়ীরা। প্রতিদিন প্রতিনিয়ত ধ্বংস হচ্ছে জাতীয় রুপালী সম্পদ। পাচার হচ্ছে যত্রতত্র ভাবে। যেন নাকে তেল দিয়ে ঘুমের ঘোরে রয়েছে সংশ্লিষ্ট প্রশাসন। এব্যাপারে বাউফল, দশমিনা ও গলাচিপার উপকূলীয় এলাকা বা নদীতে চলছে অনুসন্ধানী প্রতিবেদক শেখ এম জাফরান হারুন এর অনুসন্ধান। শীঘ্রই হবে উন্মোচিত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ