• শুক্রবার, ০৩ অক্টোবর ২০২৫, ১২:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কলাপাড়ায় বিএনপি’র কেন্দ্রীয় নেতার পুজা মন্ডপ পরিদর্শন/দৈনিক ক্রাইম বাংলা।। বৈরী আবহাওয়ার মাঝেও কুয়াকাটায় পর্যটকদের বাঁধভাঙা উল্লাস/দৈনিক ক্রাইম বাংলা।। সৌদি আরবের বিখ্যাত ‘খেপসা’ খাওয়ালেন বিএনপির নেতা ইন্জিনিয়ার ফারুক/দৈনিক ক্রাইম বাংলা।। বাউফলে সেই আলোচিত হত্যা মামলার পলাতক আসামি গোবিন্দ ঘরামি গ্রেফতার/দৈনিক ক্রাইম বাংলা।। সক্রিয় হয়ে উঠেছে জাল নোট চক্রের সদস্যরা, মিলছে না প্রতিকার/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহান উদ্দিন পৌর ছাত্রদলের উদ্যোগে আলহাজ্ব হাফিজ ইব্রাহিমের নির্দেশে উপহার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। নারীদের অংশগ্রহণ ছাড়া রাষ্ট্র কখনোই এগুতে পারবেনা …. তানিয়া রব/দৈনিক ক্রাইম বাংলা।। দাউদকান্দিতে কাইয়ুম মেম্বারের বিরুদ্ধে ভাতা বাণিজ্যের অভিযোগ,,,,দৈনিক ক্রাইম বাংলা জয় দিয়ে আফগানিস্তান সিরিজ শুরু করতে চায় টাইগাররা,,,,দৈনিক ক্রাইম বাংলা নতুন সিরিজে নিয়ে আসছেন টিম রবিনসন,,,,দৈনিক ক্রাইম বাংলা

নবজাতকের কান্নায় আনন্দে আত্মহারা যাত্রীরা।

রিপোর্টার: / ৩৯৬ পঠিত
আপডেট: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২০

দৈনিক ক্রাইম বাংলা ডেক্স ঃযাত্রীদের দৃষ্টি আকর্ষণ করছি, সবাই এইভাবে সিট বেল্ট বেঁধে নিন এবং সিট সোজা করে বসুন। সিটের সামনে থাকা নিরাপত্তা নির্দেশনাটি ভালোভাবে পড়ে নিন। অল্প কিছুক্ষণের মধ্যেই ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওনা হবো।’শনিবার (২৬ সেপ্টেম্বর) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-৪০২২ ফ্লাইটের ঘোষণা এটি। ওমানের মাস্কাট থেকে বিশেষ এই ফ্লাইটটি ঢাকায় আসার প্রস্তুতি নিচ্ছিল। মাস্কাট এয়ারপোর্টের বোর্ডিং ব্রিজ থেকে ধীরে ধীরে রানওয়ের দিকে যাচ্ছিল ফ্লাইটটি। এবার আকাশে উড়ার একদম আগমুহূর্ত। কেবিন ক্রুরা যাত্রীদের মাথা গুনে হিসাব মিলিয়ে দেখছেন। দেখছিলেন, সব যাত্রী ঠিকমতো সিটে বসে বেল্ট বেঁধেছেন কি-না, অন্যান্য নিয়মকানুন মানছে কি-না।একজন নারীকে না দেখতে পেয়ে তারা টয়লেটে নক করছিলেন। কারণ বিমান রানওয়েতে থাকাকালীন ওড়ার আগ মুহূর্তে কাউকে সিট থেকে উঠতে বা টয়লেটে যেতে দেয়া হয় না।একজন নারীকে না দেখতে পেয়ে তারা টয়লেটে নক করছিলেন। কারণ বিমান রানওয়েতে থাকাকালীন ওড়ার আগ মুহূর্তে কাউকে সিট থেকে উঠতে বা টয়লেটে যেতে দেয়া হয় না।সেই নারীকে খুঁজতে গিয়ে দীর্ঘক্ষণ টয়লেটে নক করলেন ক্রুরা। ভেতর থেকে নবজাতকের কান্নার শব্দ শোনা যাচ্ছিল। এক পর্যায়ে দরজা খুললেন সেই নারী। তার কোলে ছিল একটি ফুটফুটে ছেলে সন্তান। টয়লেটের ভেতর নিজেই অর্থাৎ ‘সেলফ ডেলিভারি’ করেন ওই নারী।

প্রাথমিক চিকিৎসার জন্য তখন এদিক-ওদিক ছুটছিলেন কেবিন ক্রুরা। সঙ্গে সঙ্গে সন্তান প্রসবের সংবাদ ক্যাপ্টেনকে জানান তারা। গোটা ফ্লাইটজুড়ে তখন আনন্দের বন্যা। প্রত্যেকের চোখে মুখে ছিল আনন্দের ছাপ। ক্রুদের কাছ থেকে সংবাদ পেয়ে ক্যাপ্টেন বিমানটিকে নিয়ে বোর্ডিং ব্রিজের দিকে যান। এরপর কেবিনে আসেন।

ওই ফ্লাইটে থাকা এক যাত্রী জাগো নিউজকে বলেন, ‘করোনাকালীন ওমানের মাস্কাটের অনেক প্রবাসীই দেশে ফিরতে পারছিলেন না। অনেক কষ্ট করে বিমান বাংলাদেশের একটি বিশেষ ফ্লাইটের টিকিট জোগাড় করেছেন। টিকেট পেলেও খুব একটা খুশি ছিলেন না ফ্লাইটের কেউই। ছিল ফেরা নিয়ে দুশ্চিন্তা। নবজাতকের কান্না শুনেই সবাই খুব উৎফুল্ল হয়ে পড়েন।’মাস্কাট বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, ফ্লাইটটিতে ওই নারী তার পরিবারের সঙ্গে ছিলেন। গর্ভবতী অবস্থায় তার ৮ মাস চলছিল। হঠাৎ করে টয়লেটে গিয়ে তার ব্যথা অনুভব হলে তিনি নিজেই তার ডেলিভারি করেন। পরে বিমান বাংলাদেশের ক্রুরা এই সংবাদ জানালে সেখানে একটি মেডিকেল টিম পাঠানো হয়। ওই টিম তাদেরকে বিমান থেকে বের করে মাস্কাটে হাসপাতালে নিয়ে যায়। বর্তমানে মা ও সন্তান সুস্থ রয়েছেন।এদিকে বিমান বাংলাদেশ বিমানের ভেতর প্রথমবারের মতো পৃথিবীর আলো দেখা সন্তানটিকে নিয়ে একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে  দেখা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ