• মঙ্গলবার, ১২ অগাস্ট ২০২৫, ০৭:৫৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
কুয়াকাটায় কর্মরত সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংল।। কলাপাড়ায় দুই কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী আটক/দৈনিক ক্রাইম বাংলা।। কলাগাছের ভেলায় ভেসে বানভাসী মানুষের ব্যতিক্রমী সংবাদ সম্মেলন/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যাকারীদের বিচার ফাঁসির দাবিতে বাউফলে সাংবাদিকদের মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।। বোরহানউদ্দিন পৌর বিএনপির উদ্দ্যাগে লিফলেট বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। দ্বিপক্ষীয় সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন প্রধান উপদেষ্টা,,, দৈনিক ক্রাইম বাংলা সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে বদলগাছীতে মানববন্ধন -বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত/দৈনিক ক্রাইম বাংলা।। ঝালকাঠিতে ব্যবসায়ীর ভবনে অভিযান:মাদকসহ আটক করে ৪ জনকে কারাদণ্ড/দৈনিক ক্রাইম বাংলা।। সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে কলাপাড়ায় মানববন্ধন/দৈনিক ক্রাইম বাংলা।।

রাষ্ট্রীয় মর্যাদায় আয়োজন ইসরায়েলের হামলায় নিহত ইরানি কমান্ডার ও বিজ্ঞানীদের জানাজা শনিবার,,,,,দৈনিক ক্রাইম বাংলা

রিপোর্টার: / ৭২ পঠিত
আপডেট: বুধবার, ২৫ জুন, ২০২৫


ইরান ও ইসরায়েলের মধ্যে টানা ১২ দিন ধরে চলা সশস্ত্র সংঘাতের অবসান ঘটিয়ে মঙ্গলবার (২৪ জুন) যুদ্ধবিরতি কার্যকর হয়। এর পরদিন, বুধবার (২৫ জুন) ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়—ইসরায়েলি হামলায় নিহত ইরানের শীর্ষ সামরিক কমান্ডার ও পরমাণু বিজ্ঞানীদের রাষ্ট্রীয় মর্যাদায় জানাজা অনুষ্ঠিত হবে আগামী শনিবার (২৯ জুন), রাজধানী তেহরানে।

স্থানীয় সময় সকাল ৮টা থেকে তেহরানের কেন্দ্রীয় এক চত্বরে জানাজার আনুষ্ঠানিকতা শুরু হবে। রাষ্ট্রীয় টেলিভিশন ও সংবাদ সংস্থাগুলো ইতোমধ্যেই ঘটনাটিকে “জাতীয় আত্মত্যাগের প্রতীক” হিসেবে আখ্যা দিয়েছে।

গত ১৩ জুন ইরানের গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালায় ইসরায়েল। লক্ষ্যবস্তু ছিল নাতানজ, ফোরদো এবং ইস্পাহানের মতো উচ্চ নিরাপত্তার পারমাণবিক কেন্দ্র এবং সেখানকার দায়িত্বশীল বিজ্ঞানী ও সামরিক কর্মকর্তা। এই হামলার পর পাল্টা জবাবে ইসরায়েলি ভূখণ্ডে হামলা শুরু করে তেহরান।

২১ জুন, সংঘাতের তুঙ্গে থাকা অবস্থায় যুক্তরাষ্ট্র সরাসরি অংশগ্রহণ করে এবং ইরানের তিনটি পারমাণবিক কেন্দ্রে আক্রমণ চালায় বি–২ বোমারু বিমান ও টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে।

পরদিন ২৩ জুন, যুক্তরাষ্ট্রের কাতারভিত্তিক সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালায় ইরান। একইসঙ্গে ইরান আরও হামলা চালায় ইরাক, বাহরাইনসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে।

সংঘাতে ইরানের অন্তত ১৪ জন শীর্ষ পরমাণু বিজ্ঞানী নিহত হয়েছেন বলে দাবি করেছে ইসরায়েল। নিহতদের মধ্যে ইরানের প্রতিরক্ষা গবেষণা, পরমাণু প্রকৌশল এবং সামরিক গোয়েন্দা বিভাগের গুরুত্বপূর্ণ সদস্যরাও রয়েছেন। একইসঙ্গে নিহত হয়েছেন ইরানের রেভল্যুশনারি গার্ডের বেশ কয়েকজন জ্যেষ্ঠ কর্মকর্তা।

তেহরান বলছে, এই হামলাগুলো কেবল একটি দেশের বিরুদ্ধে নয়, বরং শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা। ইরান বরাবরই দাবি করে আসছে, তাদের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ বেসামরিক উদ্দেশ্যে পরিচালিত হয় এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী বৈধ।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম জানায়, শহীদদের সম্মানে জানাজার দিনকে ‘জাতীয় শোক দিবস’ হিসেবে বিবেচনা করা হবে। সরকারি কর্মকর্তা, সামরিক বাহিনীর সদস্য ও সাধারণ জনগণের অংশগ্রহণে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মধ্য দিয়ে জানাজা অনুষ্ঠিত হবে।

বিশ্লেষকেরা মনে করছেন, এই জানাজা কেবল একটি ধর্মীয় ও রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা নয়, বরং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ইরানের প্রতিরোধ মনোভাবকে জনসম্মুখে প্রকাশ করার একটি কৌশলও


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ