মোঃ তালহা জুবায়ের।।
নওগাঁ জেলার মান্দা উপজেলার মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে ২০২৫ সালের এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ ৫ প্রাপ্ত ৩৫০ জন শিক্ষার্থী ও শিক্ষার্থীদের অভিভাকদেরও সংবর্ধনা দিয়ে সম্মানিত করলেন মান্দার মাটি ও মানুষের নেতা, সাবেক সফল উপজেলা চেয়ারম্যান, সাবেক সাধারন সম্পাদক মান্দা উপজেলা বিএনপি, সাধারন সম্পাদক ড্যাব নওগাঁ জেলা শাখা,৪৯ নওগাঁ -৪ মান্দা আসনের ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী ডা. ইকরামুল বারী টিপু।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) সকালে মান্দা উপজেলায় মান্দা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।
সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ শিক্ষক সমিতির প্রেসিডিয়াম সদস্য গোলাম সারোয়ার স্বপন, নওগাঁ জেলা কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক এমদাদুল হক, মান্দা উপজেলা কলেজ শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মহসিন আলী, বাংলাদেশ শিক্ষক সমিতির মান্দা উপজেলা শাখার আহ্বায়ক সদেরুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক নাসির উদ্দিন সরদার, উপজেলা মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি এরফান আলী মিঞা এবং মান্দা আদর্শ বালিকা বিদ্যালয় ও কলেজের অধ্যাপক খালেনুর বেগমসহ শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের শেষে ডা. ইকরামুল বারী টিপু কৃতি শিক্ষার্থীদের হাতে সম্মাননা ক্রেস্ট এবং অভিভাবকদের হাতে রজনীগন্ধা ফুল তুলে দেন।