• সোমবার, ০৩ নভেম্বর ২০২৫, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
কমল এলপি গ্যাসের দাম, ১২ কেজি সিলিন্ডার এখন ১,২১৫ টাকা,, বাড্ডায় বাড়ি থেকে গলিত অবস্থায় নারী-পুরুষের জোড়া মরদেহ উদ্ধার,,,,, বিএনপির বিজয় ঠেকাতে অপপ্রচার ও ষড়যন্ত্র দৃশ্যমান: তারেক রহমান,,, প্রতীক ইস্যু নিষ্পত্তি, এনসিপির লক্ষ্য একক নির্বাচনী লড়াই: নাসীরুদ্দীন পাটওয়ারী,,, দেশে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা চলছে, শঙ্কা প্রকাশ মির্জা ফখরুলের,,,, দেশের ভোটার এখন ১২ কোটি ৭৬ লাখ: নির্বাচন কমিশন,, বিএনপির মধ্যে স্বৈরাচারী চিন্তাধারা দেখা যাচ্ছে: ডা. তাহের,,, শাপলা কলি’ প্রতীকেই নির্বাচনে যাচ্ছে এনসিপি,, জাতীয় নির্বাচনে পুলিশ থাকবে নিরপেক্ষ ও পেশাদার: আইজিপি বাহারুল আলম,,, প্রধান উপদেষ্টা ড. ইউনূসের আহ্বান: সারাদেশে ক্যান্সার সচেতনতা বৃদ্ধি করা জরুরি,,,

জাতীয় নির্বাচনের পরই হবে আগামী বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা,,,

রিপোর্টার: / ১০ পঠিত
আপডেট: রবিবার, ২ নভেম্বর, ২০২৫

জাতীয় নির্বাচনের পরই হবে আগামী বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক |

আসন্ন জাতীয় নির্বাচনের পর ২০২৬ সালের বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সরকারের ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। রোববার (২ নভেম্বর) সচিবালয়ে শুরায়ে নেজাম ও সাদপন্থি প্রতিনিধিদের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ তথ্য জানান।

ধর্ম উপদেষ্টা বলেন, “নির্বাচন সামনে রেখে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সরকার ইজতেমা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। জাতীয় নির্বাচন যদি ফেব্রুয়ারির দ্বিতীয়ার্ধে হয়, তাহলে রমজানের পর দুই পক্ষের ইজতেমা আলাদাভাবে আয়োজন করা হবে।”

বৈঠকে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী, শিল্প ও গৃহায়ন এবং গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনিসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। আলোচনায় উভয় পক্ষের মতামত নিয়ে ইজতেমার সম্ভাব্য সময়সূচি নির্ধারণের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।

বৈঠক শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে ড. খালিদ হোসেন বলেন, “ইজতেমা যেন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়, সে জন্য একটি সমন্বয় কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। দুই পক্ষের মধ্যে যে কোনো মতপার্থক্য দূর করে এই কমিটি ঐক্যমতের ভিত্তিতে কাজ করবে।”

এর আগে টঙ্গীর বিশ্ব ইজতেমা ঘিরে অতীতে সংঘাত ও অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রসঙ্গ টেনে ধর্ম উপদেষ্টা বলেন, “সরকার চায় না আগের মতো কোনো সংঘর্ষ বা বিশৃঙ্খলার পুনরাবৃত্তি হোক। এজন্য আগেভাগেই আলোচনা ও প্রস্তুতির মাধ্যমে একটি নির্বিঘ্ন আয়োজন নিশ্চিত করার চেষ্টা চলছে।”

বিশ্ব ইজতেমা বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম ধর্মীয় সমাবেশ, যেখানে প্রতিবছর লাখো মুসল্লি অংশ নেন। আগামী জাতীয় নির্বাচন ২০২৫ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় এবারের ইজতেমার সময়সূচি কিছুটা পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ