
কমল এলপি গ্যাসের দাম, ১২ কেজি সিলিন্ডার এখন ১,২১৫ টাকা
নিজস্ব প্রতিবেদক:
ভোক্তা পর্যায়ে নভেম্বর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও কমিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন সমন্বয় অনুযায়ী, ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ২৬ টাকা কমে নির্ধারণ করা হয়েছে ১ হাজার ২১৫ টাকা। এই নতুন মূল্য রবিবার (২ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।
বিইআরসি চেয়ারম্যান জালাল আহমেদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গত অক্টোবর মাসে ১২ কেজি সিলিন্ডারের দাম ছিল ১,২৪১ টাকা, যা এবার ২৬ টাকা কমিয়ে ১,২১৫ টাকায় নির্ধারণ করা হয়েছে। একইসঙ্গে অটোগ্যাসের দামও সমন্বয় করা হয়েছে— এখন থেকে ভোক্তা পর্যায়ে প্রতি লিটার অটোগ্যাসের দাম মূসকসহ ৫৫ টাকা ৫৮ পয়সা, যা আগের মাসে ছিল ৫৬ টাকা ৭৭ পয়সা।
এর আগে গত ৭ অক্টোবর বিইআরসি সর্বশেষ দাম সমন্বয় করেছিল। সে সময় ১২ কেজি সিলিন্ডারের দাম ২৯ টাকা কমানো হয়েছিল। ফলে চলতি বছর এখন পর্যন্ত এলপিজি ও অটোগ্যাসের দাম ৪ দফায় কমেছে এবং ৭ দফায় বেড়েছে।
নতুন ঘোষণায় বিইআরসি জানিয়েছে, নভেম্বর মাসের জন্য সৌদি আরামকোর ঘোষিত সৌদি সিপি (Contract Price) অনুযায়ী প্রোপেন ও বিউটেনের দাম যথাক্রমে প্রতি মেট্রিক টনে ৪৭৫ মার্কিন ডলার ও ৪৬০ মার্কিন ডলার ধরা হয়েছে। প্রোপেন ও বিউটেনের অনুপাত ৩৫:৬৫ বিবেচনায় গড়ে ৪৬৫ দশমিক ২৫ মার্কিন ডলার হিসেবে দাম নির্ধারণ করা হয়েছে।
এছাড়া বাসাবাড়িতে কেন্দ্রীয়ভাবে ব্যবহৃত রেটিকুলেটেড পদ্ধতির এলপিজির দামও নতুন করে সমন্বয় করা হয়েছে— এখন থেকে কেজিপ্রতি দাম ২১৬ টাকা ৬০ পয়সা নির্ধারণ করা হয়েছে।
বর্তমানে বাজারে ৫ কেজি থেকে ৪৫ কেজি পর্যন্ত বিভিন্ন আকারের এলপিজি সিলিন্ডার পাওয়া যায়। নতুন মূল্যের কারণে সব ধরনের সিলিন্ডারের দাম অনুপাতে কমবে। তবে সরকারি কোম্পানির সরবরাহকৃত সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা অপরিবর্তিত থাকবে।
বিইআরসি জানিয়েছে, আন্তর্জাতিক বাজারে সৌদি সিপি কমার প্রভাবেই দেশীয় বাজারে এই মূল্য সমন্বয় করা হয়েছে। কমিশন আশা করছে, এলপিজির দাম কমায় সাধারণ ভোক্তারা কিছুটা স্বস্তি পাবেন, বিশেষ করে শীত মৌসুমের শুরুতে যখন এলপিজির ব্যবহার বাড়ে, তখন এই সমন্বয় ইতিবাচক প্রভাব ফেলবে।