• বুধবার, ০৫ নভেম্বর ২০২৫, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বিএনপির মনোনয়ন ঘিরে মেহেরপুরে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগ,, মুক্তিযোদ্ধা চাচাকে বাবা দেখিয়ে চাকরি, ইউএনও কামাল হোসেনের ডিএনএ টেস্টের সিদ্ধান্ত,,, সারা দেশের তিন শতাধিক বিচারককে জেলা জজ পদে পদোন্নতির সিদ্ধান্ত,,, নির্বাচন কমিশনের নিবন্ধন পেল এনসিপিসহ তিন রাজনৈতিক দল,,, টাঙ্গাইলে ‘সড়ক অগ্রাধিকার নির্ধারণ’ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত,,, রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বর,,, বিএনপির ২৩৭ আসনে প্রার্থী তালিকা প্রকাশ, নেই রুমিন ফারহানার নাম—কারণ কী?,,, একক নয়, জোটবদ্ধভাবেই জাতীয় নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করবে জামায়াত: আমির ডা. শফিকুর রহমান,,, তুর্কি সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর ইউনূসের সৌজন্য সাক্ষাৎ,,, কলাপাড়ায় কোস্ট গার্ডের অভিযানে ৩২ মন ঝাটকা ইলিশ জব্দ, পরিবহনকে জরিমানা,,,

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বর,,,

রিপোর্টার: / ১৮ পঠিত
আপডেট: মঙ্গলবার, ৪ নভেম্বর, ২০২৫

রিজার্ভ চুরি মামলার তদন্ত প্রতিবেদন ৮ ডিসেম্বর

নয় বছরেও শেষ হয়নি তদন্ত, নতুন তারিখ দিলেন আদালত

নিজস্ব প্রতিবেদক | দৈনিক ক্রাইম বাংলা | ঢাকা, মঙ্গলবার, ৪ নভেম্বর ২০২৫

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ ডিসেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।
মঙ্গলবার (৪ নভেম্বর) নির্ধারিত দিনে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জাকির হোসাইন এ নির্দেশ দেন।

২০১৬ সালের ৫ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে সুইফট কোডের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ অ্যাকাউন্ট থেকে ৮ কোটি ১০ লাখ মার্কিন ডলার জালিয়াতির মাধ্যমে চুরি করা হয়। পরে সেই অর্থ ফিলিপাইনে পাচার করা হয়, যা দেশের ইতিহাসে সবচেয়ে বড় সাইবার চুরির ঘটনা হিসেবে বিবেচিত।

সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক হ্যাকারদের পাশাপাশি দেশের ভেতরের একটি চক্রও এই চুরির সঙ্গে জড়িত ছিল বলে ধারণা করা হচ্ছে।

ওই বছরের ১৫ মার্চ, বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টস অ্যান্ড বাজেটিং বিভাগের উপ-পরিচালক জোবায়ের বিন হুদা মতিঝিল থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা দায়ের করেন।
মামলাটি করা হয় মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২ (সংশোধনী ২০১৫) এর ৪ ধারায় এবং তথ্য ও প্রযুক্তি আইন, ২০০৬ এর ৫৪ ও ৩৭৯ ধারায়।

প্রায় নয় বছর পেরিয়ে গেলেও তদন্তের কোনো চূড়ান্ত ফলাফল না আসায় আর্থিক খাতসহ সাধারণ জনগণের মধ্যে উদ্বেগ বিরাজ করছে।
সুশীল সমাজের নেতৃবৃন্দ বলছেন, “যে ঘটনার মাধ্যমে দেশের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হয়েছে, তার দ্রুত বিচার নিশ্চিত করা জরুরি।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ