
মোঃ জালাল হোসেন,মান্দা (নওগাঁ) প্রতিনিধি।।
আপোষহীন দেশনেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় কুশুম্বা ইউনিয়ন বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে এক আবেগঘন দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
আজ [১৩/১২/২৫ইং],শনিবার বিকেল ৩টায় কুশুম্বা ইউনিয়নের একটি গুরুত্বপূর্ণ স্থানে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা বিএনপি মনোনীত প্রার্থী, মানবতার ফেরিওয়ালা চিকিৎসক ডা. ইকরামুল বারী টিপু।
অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মান্দা উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ্ব মোঃ মকলেছুর রহমান (মকে)।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রমিক দলের সভাপতি মুকুল, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম বিদ্যুৎ, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক শামীম হোসেন সাজু, তালহা জুবায়ের, যুবদলের সভাপতি জলিল, সহ-সভাপতি আল মামুন, সাংগঠনিক সম্পাদক হিল্লোল, সমবায় দলের সভাপতি এম এ মতিন মুরাদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এছাড়াও অনুষ্ঠানে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এবং বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলে মহান আল্লাহর দরবারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু ও দেশের গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য বিশেষ মোনাজাত করা হয়।
বক্তারা বলেন, বেগম খালেদা জিয়া শুধু একটি দলের নেত্রী নন—তিনি বাংলাদেশের গণতন্ত্র, স্বাধীনতা ও আপোষহীন রাজনীতির প্রতীক। তাঁর সুস্থতা ও মুক্তি দেশের মানুষের ন্যায্য অধিকার প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত।
অনুষ্ঠানটি পরিণত হয় এক আবেগঘন পরিবেশে—যেখানে নেতাকর্মীদের চোখে ছিল আশা, কণ্ঠে ছিল দোয়া আর হৃদয়ে ছিল দেশনেত্রীর প্রতি অগাধ ভালোবাসা