• রবিবার, ০২ নভেম্বর ২০২৫, ০৪:২৮ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
জাতীয়করণের দাবিতে টানা ২১তম দিনে অবস্থান কর্মসূচিতে ইবতেদায়ি শিক্ষকরা,, কুষ্টিয়ার মানবতাবিরোধী অপরাধ মামলা: হানিফসহ চারজনের বিচার শুরু, গ্রেফতারি পরোয়ানা জারি,,, আগামী পাঁচ দিন তাপমাত্রা কমবে, দক্ষিণ–পূর্বাঞ্চলে বৃষ্টির সম্ভাবনা,,, জাতীয় নির্বাচনের পরই হবে আগামী বিশ্ব ইজতেমা: ধর্ম উপদেষ্টা,,, জাতীয় সংহতি দিবস ঘিরে বিএনপির ১০ দিনের কর্মসূচি ঘোষণা,,, সংস্কারবিরোধীদের সঙ্গে জোট নয়: নাহিদ ইসলাম,,, বদলগাছীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে প্রণোদনার বীজ ও সার বিতরণ/দৈনিক ক্রাইম বাংলা।। মাদ্রাসায় না এসে ও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন প্রভাষক মাওঃ লোকমান।/দৈনিক ক্রাইম বাংলা।। মুন্সীগঞ্জের শ্রীনগরে ফিতা ও কেক কেটে রেইনবো এক্সক্লুসিভ (আরএফএল)-এ শো-রুম শুভ-উদ্ভোধন/দৈনিক ক্রাইম বাংলা।। রিয়ার অ্যাডমিরাল সোহায়েল কানাডায়” খবরটি গুজব, জানাল কারা অধিদপ্তর,,,

মহিপুরে হাইব্রিড ছিছকে নেতার দাপটে বিব্রত তৃনমূলের নেতাকর্মীরা/দৈনিক ক্রাইম বাংলা।

রিপোর্টার: / ৩১১ পঠিত
আপডেট: সোমবার, ১১ অক্টোবর, ২০২১

পটুয়াখালী প্রতিনিধি :পটুয়াখালীর মহিপুরে ছিছকে হাইব্রিড মোঃমঞ্জু মুসুল্লীর বেপরোয়া দৌরাত্মে বিব্রত আওয়ামীলীগ

মহিপুর ইউনিয়নের বিপিনপুর গ্রামের মৃত আফতার উদ্দীন মুসুল্লীর ছেলে মঞ্জু মুসুল্লী। পরিবারের ১১ ভাইয়ের ৮ জন সবাই বিএনপির রাজনীতির সাথে সক্রিয় ।পরিবারের দুই ভাই বাংলাদেশ পুলিশের চাকরিরত ছিল এক ভাই রিটাইয়েট হয়ে পরিবার সহ ঢাকায় থাকেন। তার ভাই আনোয়ার মুছুল্লি মহিপুর ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সভাপতি, ছোট ভাই মাহাবুব মুসল্লী মহিপুর ইউনিয়ন যুবদলের সদস্য তার ভাইয়ের ছেলেরা বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পদে রয়েছেন।

২০০৯ সালে আওয়ামীলীগ ক্ষমতায় আসার পরে দীর্ঘদিন প্রবাসে থেকে দেশে ফিরে ভোল পাল্টে পরিবারের মধ্যে একা বনে যান আওয়ামীলীগ ছিছকে নেতা। পরবর্তীতে স্থানীয় ভাবে নেতাদের তেলবাজি করে হাতিয়ে নেন ৭ নং ওয়ার্ড আওয়ামীলীগ এর সাধারণ সম্পাদক ও পরে সভাপতি। তিনি ছারা পরিবারের ৮ ভাই এখনো বিএনপির বিভিন্ন পদে রয়েছেন।

মহিপুর ইউনিয়ানের আওয়ামী সভাপতি আঃ মালেক আকন দলিয় অফিসে মিটিং চালাকলিন তার বিব্রত কর আচরনে ক্ষোব প্রকাশ করেন। সহসভাপতি আবু ছালে পাটুয়ারী বলেন মঞ্জু মুসুল্লী একন হাইব্রিড আওয়ামীলীগ, সংগঠনের একাদিক নেতারা জানান এই হাইব্রিড মঞ্জু মুছুল্লি দলের ভিতরে প্রবেশ করে শুরু থেকে বিব্রতকর আচরন করে আসছেন। দলের সিনিয়র নেতার উপেক্ষা করে মাননীয় প্রধানমন্ত্রী জন্মদিনে কেককাটা অনুষ্ঠানে আওয়ামীলীগ সিনিয়রদের পিছনে ফেলে নিজেই শুরুকরেন কেককাটা।মহিপুর ইউনিয়ন সাবেক ছাত্রলীগের সভাপতি জানান সিনিয়ার নেতারদের সাথে বিব্রত কর আচরনের বিষয় জনতে চাইলে উল্টো তাকে হুমকি দেয়।

দলের প্রভাব খাটিয়ে মহিপুরে সড়ক ও জনপদের জায়গায় অবৈধভাবে দখল করে ২ টি দোকান ঘড় নির্মান করেন।

তার এহেন কর্মকান্ডে বিব্রত স্থানীয় আওয়ামীলীগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ